ফায়ারফক্সের স্বয়ংক্রিয় টোটাল কুকি প্রটেকশন সুবিধা অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবেরয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও স্বয়ংক্রিয় ‘টোটাল কুকি প্রটেকশন’ সুবিধা চালু করেছে ফায়ারফক্স। ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে বিল্টইনভাবে ফায়ারফক্স ব্রাউোরের টোটাল কুকি প্রটেকশন সুবিধা ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস কোনো ওয়েবসাইট সংগ্রহ করতে পারবে না। এত দিন এ সুবিধা শুধু উইন্ডোজ, ম্যাক এবং লিন্যাক্স অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ব্যবহারের সুযোগ মিলত।

আমরা যখনই কোনো ওয়েবসাইটে ঢুঁ মারি, গোপনে আমাদের বেশ কিছু তথ্য সংগ্রহ করে ওয়েবসাইট, যা কুকি নামে পরিচিত। ব্যবহারকারীদের ওয়েবসাইট দেখার (ব্রাউজিং) ইতিহাস জেনে বিজ্ঞাপন প্রচার করতেই এমনটি করে তারা। ব্যবহারকারীদের ব্রাউজিং ইতিহাসের তথ্য গোপন রাখতে ২০২১ সালে টোটাল কুকি প্রটেকশন সুবিধা চালু করে ফায়ারফক্স। ফলে বিভিন্ন ওয়েবসাইট চাইলেও ফায়ারফক্স ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করতে পারে না।

টোটাল কুকি প্রটেকশন সুবিধা চালুর পর ম্যানুয়াল পদ্ধতিতে চালু করতে হতো ব্যবহারকারীদের। ফলে নিজ থেকে চালু না করলে এ সুবিধা ব্যবহারের সুযোগ মিলত না। এ সমস্যা সমাধানে গত বছর উইন্ডোজ, ম্যাক ও লিন্যাক্স অপারেটিং সিস্টেমের জন্য স্বয়ংক্রিয় টোটাল কুকি প্রটেকশন সুবিধা চালু করে ফায়ারফক্স।