উইন্ডোজ কম্পিউটারের কি–বোর্ডে কো-পাইলট বোতাম যোগ করবে মাইক্রোসফট

কো–পাইলটের বোতাম থাকবে মাইক্রোসফট কি–বোর্ডেসংগৃহীত

২০২৪ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পিসির বছর হিসেবে গড়ে তুলতে কাজ করছে মাইক্রোসফট করপোরেশন। এরই ধারাবাহিকতায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম–চালিত কম্পিউটারের কি–বোর্ডে প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট কো-পাইলট ব্যবহারের জন্য নতুন একটি কি বা বোতাম যোগ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ছবিতে দেখা যায়, উইন্ডোজ কম্পিউটারের কি–বোর্ডের Alt বোতাম এবং বাঁদিকের অ্যারোর মাঝখানে কো–পাইলটের জন্য নতুন কি দেখা যাবে। অর্থাৎ উইন্ডোজ কম্পিউটার কি–বোর্ডের ডানদিকে নিচে থাকা ctrl বা কন্ট্রোলের জায়গায় নতুন এই কি বসবে। মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী বলেন, কো–পাইলটের জন্য নতুন কি আনার মাধ্যমে উইন্ডোজ পিসির কি–বোর্ডে প্রায় তিন দশক পর প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে এআইয়ের এই রূপান্তরে অংশ নিতে পারবেন। উইন্ডোজ কম্পিউটারে উইন্ডোজ কি–র মতো কো–পাইলট কি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে। এই কি বা চাবি প্রেস করার সঙ্গেই উইন্ডোজ কম্পিউটার থেকে কো–পাইলটে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। প্রসঙ্গত, এর আগে ১৯৯৪ সালে মাইক্রোসফট ন্যাচারাল কি–বোর্ডে উইন্ডোজ লোগোসহ একটি কি বসানো হয়।

কো–পাইলট কিসহ উইন্ডোজ কম্পিউটারের নতুন কি–বোর্ড দেখা যাবে লাস ভেগাসে অনুষ্ঠেয় চলতি বছরের কনজ্যুমার্স ইলেট্রনিকস শোতে (সিইএস)। পরে ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে বাজারে এই কি–বোর্ড মিলবে। অবশ্য পুরোনো কি–বোর্ডগুলোও আগের মতোই সচল থাকবে।

উল্লেখ্য, ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি ৪’ প্রযুক্তিতে চলা কো-পাইলট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর মতো কাজ করতে পারে। আর তাই কো-পাইলটের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার পাশাপাশি সহজেই যেকোনো বার্তা লেখাসহ কৃত্রিমভাবে ছবি তৈরি করা সম্ভব।
সূত্র: টেকক্রাঞ্চ