এপিএলের সহ–উদ্ভাবক আইভেসনের জন্ম

আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (এপিএল) নামের কম্পিউটার প্রোগ্রামিং ভাষার সহ–উদ্ভাবক কেনেথ ই আইভেসন কানাডার অ্যালবার্টায় জন্মগ্রহণ করেন। আইভেসন হার্ভার্ডে শিক্ষকতা করেন এবং আইবিএম ও আইপি শার্প অ্যাসোসিয়েটসের জন্য কাজ করেন।

কেনেথ ই আইভেসনছবি: ব্রিটিশ এপিএল অ্যাসোসিয়েশনের সৌজন্যে

১৭ ডিসেম্বর ১৯২০
এপিএলের সহ–উদ্ভাবক আইভেসনের জন্ম
আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (এপিএল) নামের কম্পিউটার প্রোগ্রামিং ভাষার সহ–উদ্ভাবক কেনেথ ই আইভেসন কানাডার অ্যালবার্টায় জন্মগ্রহণ করেন। আইভেসন কানাডার অন্টারিওর কুইনস ইউনিভার্সিটি থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আইভেসন হার্ভার্ডে শিক্ষকতা করেন এবং আইবিএম ও আইপি শার্প অ্যাসোসিয়েটসের জন্য কাজ করেন।

শিক্ষকতা করেছেন আইভেসন
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

অ্যাডিন ডি ফ্যাকাফের সঙ্গে আইভেসন এপিএল তৈরি করেন। এটি ছিল পেশাজীবনে তাঁর একটি বড় বাঁকবদল। পরবর্তী ৩৫ বছর আইভেসন তাঁর উদ্ভাবনকে সফল বাণিজ্যিক উদ্যোগে পরিণত করেছিলেন। আইভেসন এএফআইপিএস হ্যারি গুডে পুরস্কার (১৯৭৫), এসিএম টুরিং পুরস্কার (১৯৭৯), আইইইই কম্পিউটার পাইওনিয়ার পুরস্কার (১৯৮২) ও ন্যাশনাল মেডেল অব টেকনোলজি (১৯৯১) পুরস্কার পেয়েছেন।

প্রযুক্তির সম্মানজনক অনেক পুরস্কারই পেয়েছে আইভেসন
উইকিমিডিয়া

আইভেসনের উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে দ্য আইএসআই ডিকশনারি অব জে (১৯৯১), ট্যানজিবল ম্যাথ (১৯৯০), আ সোর্স বুক ইন এপিএল (১৯৮১) ও আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (১৯৬২)। ২০০৪ সালের ১৯ অক্টোবর আইভেসন মারা যান।