গত সপ্তাহে আইফোন ব্যবহারকারীদের জন্য নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটির আইওএস অ্যাপ উন্মুক্ত করেছে ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা সুযোগ পেলেও এবার আরও ১১ দেশের আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য দেশ থেকেও অ্যাপটি ব্যবহারের সুযোগ মিলবে বলে জানিয়েছে ওপেনএআই।

খুদে ব্লগ লেখার সাইট টুইটারে ওপেনএআই জানিয়েছে, এখন থেকে আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জ্যামাইকা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে বসবাসকারীরা চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ব্যবহার করতে পারবেন। অ্যাপটি কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সব সুবিধাই ব্যবহার করা যাবে।

অ্যাপটি চালুর সময় ওপেনএআই জানিয়েছিল, আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহারের জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। তবে অর্থের বিনিময়ে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করলে অ্যাপটিতে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, চ্যাটজিপিটিতে নতুন কোনো সুবিধা যুক্ত হলে বা হালনাগাদ সংস্করণ এলে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেকোনো বার্তার উত্তর দ্রুত এবং নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে।
সূত্র: ম্যাশেবল