থাইল্যান্ডে তৈরি হবে অ্যাপলের ম্যাকবুক

এখন থেকে থাইল্যান্ডে তৈরি হবে অ্যাপলেম্যাকবুক কম্পিউটার। আর সে জন্য থাইল্যান্ডের সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। চীনের বাইরে পণ্য উৎপাদনে কারখানা সম্প্রসারণের অংশ হিসেবে এ আলোচনা করছে অ্যাপল

অ্যাপল যে সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করছে, তাঁদের থাইল্যান্ডে নিজস্ব কারখানা রয়েছে এবং অন্য গ্রাহকদের জন্য পণ্য উৎপাদনও করেন। তাঁদের সঙ্গেই ম্যাকবুকের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন নিয়ে আলোচনা করছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। অ্যাপলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন এমন তিন সরবরাহকারীর বরাতে এ খবর দিয়েছে জাপানের নিকেই এশিয়া।

গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, এক বছরের বেশি সময় ধরে থাইল্যান্ডে অ্যাপলের ঘড়ি (অ্যাপল ওয়াচ) উৎপাদিত হচ্ছে। এবার ম্যাকবুক তৈরির পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে বক্তব্য জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি। আবার আলোচনায় অংশ নেওয়া তিন সরবরাহকারীর সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

গত বছর চীনের কোভিড-১৯ বিধিনিষেধের কারণে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের চীনে থাকা সবচেয়ে বড় আইফোন তৈরির কারখানার উৎপাদন বিঘ্নিত হয়। এর পর থেকেই অ্যাপল ও এর প্রধান সরবরাহকারীরা উৎপাদন সক্ষমতা চীনের বাইরে স্থানান্তর করছেন। এ ছাড়া বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের চলা কূটনৈতিক উত্তেজনা যেন নিজেদের ব্যবসায় কোনো প্রভাব না ফেলে, সে চেষ্টা করছে অ্যাপল।

এদিকে বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আইফোনের উৎপাদন তিন গুণ বাড়িয়েছে অ্যাপল। গত অর্থবছরে ভারতে ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের স্মার্টফোন উৎপাদিত হয়েছে। আর মোট উৎপাদিত আইফোনের প্রায় ৭ শতাংশ ভারতে উৎপাদিত হয়েছে।

সূত্র: আল–জাজিরা