তথ্যপ্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ বাড়াতে জিসা ও বেসিসের চুক্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি করে বেসিস ও জিসাসংগৃহীত

জাপানের রাজধানী টোকিওতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে জাপান ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জিসা) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে জাপানের বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। জিসার চেয়ারম্যান তাকাশি হারা এবং বেসিস সভাপতি রাসেল টি আহমেদ দুই দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের এই দুই সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য জাপানি ব্যবসায়ীদের আহ্বান জানান রাসেল টি আহমেদ। সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা, সাফল্য, সম্ভাবনা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন প্রণোদনা সুবিধাও তুলে ধরেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসিস।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) সহযোগিতায় অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলেনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসিস ও জিসার মধ্যে চুক্তি স্বাক্ষরের সময় তিনিও উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদসহ অনেকে।