টিকটকে সমস্যা, অনেকেই ব্যবহার করতে পারছেন না
বিশ্বের বিভিন্ন দেশে টিকটক ঠিকমতো কাজ করছে না। টিকটক অ্যাপ চালু করতে গেলেই সেটি চালু হচ্ছে না (ক্রাশ) বলে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ জানাচ্ছেন। খবর দ্য ইনডিপেনডেন্টের
টিকটক মূলত ভিডিও শেয়ার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাখো ব্যবহারকারী আজ বৃহস্পতিবার টুইটারে টিকটকে সমস্যার কথা তুলে ধরেছেন। অনেকেই বলছেন, টিকটক চালু করতে গেলেই ক্রাশ করছে। কেউ বলছেন, এটি চালু হওয়ার পর ভিডিও দেখতে গেলেই সমস্যা দেখা যাচ্ছে। এরপর তা বন্ধ হয়ে যাচ্ছে।
টিকটক ব্যবহারকারীদের অনেকেই তাঁদের সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে হতাশার কথা বলছেন। তবে টিকটকের পক্ষ থেকে তাঁদের এ ধরনের সমস্যাগুলো জানানোর কোনো অফিশিয়াল পেজ নেই। তবে এ ধরনের সমস্যার বিষয়গুলো তুলে ধরার ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায়, আজ সকাল থেকেই টিকটক নিয়ে বিভিন্ন সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসতে শুরু করে।
অবশ্য পরে টিকটকের এ সমস্যা ঠিক হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই স্বাভাবিকভাবে এখন টিকটক ব্যবহার করতে পারছেন।