ইনস্টাগ্রাম ফিডে কি বাধ্যতামূলকভাবে বিজ্ঞাপন দেখতে হবে
অনেক ব্যবহারকারী ইনস্টাগ্রাম ফিড স্ক্রল করার সময় ‘আনস্কিপেবল অ্যাড’ দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রদর্শিত বিজ্ঞাপনগুলো বাধ্যতামূলকভাবে দেখতে হচ্ছে। এ ফিচারটিকে বলা হচ্ছে ‘অ্যাড ব্রেকস’। এখন নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে এমন বিজ্ঞাপন দেখিয়ে ফিচারটি পরীক্ষামূলকভাবে পরখ করে দেখছে ইনস্টাগ্রাম।
অবশ্য ইনস্টাগ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো এ ফিচার নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। শুধু নির্দিষ্ট কয়েকজন ব্যবহারকারীই এসব বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। বিজ্ঞাপনগুলোর সময়সীমা তিন থেকে পাঁচ সেকেন্ড। যাঁরা বিজ্ঞাপন দেখেছেন, তাঁরা রেডিট ও এক্স প্ল্যাটফর্মে এ বিষয়ে পোস্ট করে লেখেন, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখার নতুন একটি ধরন হলো অ্যাড ব্রেকস। মাঝেমধে৵ এ বিজ্ঞাপন ব্যবহারকারীদের দেখতে হতে পারে। এরপর আবার তারা ব্রাউজ করতে পারবেন। অবশ্য রেডিট ও এক্স প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামের এমন নতুন ফিচার নিয়ে হতাশা প্রকাশ করেছেন পোস্টদাতারা। এমনকি এ ধরনের বিজ্ঞাপন চালু হলে ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধ করবেন বলে অনেকে লিখেছেন।
ধারণা করূ হচ্ছে, বিজ্ঞাপনের এ ফিচারটি চূড়ান্তভাবে চালু করার আগে ব্যবহারকারীদের মতামত যাচাই করছে ইনস্টাগ্রাম। কবে নাগাদ এটি চালু হতে পারে সে সম্পর্কেও কোনো কিছু জানা যায়নি।
বিনা মূল্যে যারা ইউটিউব ব্যবহার করেন, তাঁরাও এ ধরনের আনস্কিপেবল বিজ্ঞাপন দেখে থাকেন। ইউটিউবের এসব বিজ্ঞাপন কখনো কখনো এক মিনিট পর্যন্ত দীর্ঘ হয়। বিজ্ঞাপন দেখতে না চাইলে অর্থ দিয়ে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হয়। মেটাও ইউটিউবের মতো ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশন সুবিধা চালু করবে কি না, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস