১ নভেম্বর থেকে ঢাবিতে তথ্যপ্রযুক্তি উৎসব

১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আইটিভার্জ উৎসবসংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি উৎসব ‘আইটিভার্জ’। বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) আয়োজিত পাঁচ দিনের এই উৎসবে বিভিন্ন প্রতিযোগিতা থাকছে। আইটিভার্জে ‘হ্যাকাথন’, ‘ডেটাথন’, ‘ইউজার ইন্টারফেস ডিজাইন’, ‘সফটওয়্যার প্রকল্প প্রদর্শনী’, ‘সাইবার নিরাপত্তা’ ও ‘কোড রিফ্যাকটরিং’ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ব্লকচেইন, ডেভ–অপস এবং এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) বিষয়ে হবে ‘হ্যাকাথন’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা চলবে টানা ২৪ ঘণ্টা। ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতায় ব্যবহার–বান্ধব ওয়েব ইন্টারফেস তৈরি করতে হবে। সফটওয়্যার প্রকল্প প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি সফটওয়্যার প্রদর্শন ও সাইবার নিরাপত্তা বিভাগে বিভিন্ন সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করতে হবে।

আইটিভার্জ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেন বলেন, ‘এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পান। বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শও পাওয়া যায়।’

আইটিভার্জের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সেফালো বাংলাদেশ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, স্ট্রিমসটেক লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩, সেবপো। সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে প্রথম আলো। টিকিট ও যোগাযোগ অংশীদার ইভেন্টস্পার্ক। আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ঠিকানায় নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।