বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরিজ

ইউটিউবরয়টার্স

আগামী মাস থেকে নিজেদের স্টোরিজ সুবিধা বন্ধ করে দিচ্ছে ইউটিউব। নতুন এ সিদ্ধান্তের ফলে ২৬ জুনের পর নিজেদের চ্যানেলে স্টোরিজ ভিডিও পোস্ট করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে আগে আপলোড করা স্টোরিজগুলো পরবর্তী সাত দিন পর্যন্ত দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের স্টোরিজ ভিডিওগুলো নামিয়ে সংরক্ষণ করতে পারবেন।

২০১৭ সালে রিল অপশনের আওতায় স্টোরিজ সুবিধা চালু করে ইউটিউব। ১০ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে, এমন চ্যানেল থেকে শুধু স্টোরিজ ভিডিও আপলোড করা যেত। ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতোই ইউটিউবেও স্টোরিজ ভিডিও আপলোডের পর নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে কনটেন্ট নির্মাতারা নিজেদের নতুন ভিডিওর তথ্য সম্পর্কে অন্যদের জানাতে এ সুবিধা ব্যবহার করতেন।

এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, ২৬ জুনের পর স্টোরিজ তৈরির সুবিধা আর থাকবে না। স্টোরিজ না থাকলেও ইউটিউবে বড় ভিডিওর পাশাপাশি আকারে ছোট ভিডিও তৈরি করা যাবে। শুধু তা–ই নয়, লাইভ সুবিধাও ব্যবহার করা যাবে। এসব সুবিধাগুলোকে অগ্রাধিকার দিতেই স্টোরিজ বন্ধ করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি চালু হওয়া কমিউনিটি পোস্ট সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা নিজেদের নতুন ভিডিওর তথ্য লেখার মাধ্যমে অন্যদের জানাতে পারেন।
সূত্র: গ্যাজেটস নাউ