অ্যাপল টু কম্পিউটার নিয়ে স্টিভ জবস (ডানে) ও স্টিভ ওয়াজনিয়াক
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১০ জুন ১৯৭৭
অ্যাপল টু কম্পিউটার সরবরাহ শুরু
প্রথমবারের মতো অ্যাপল টু কম্পিউটার সরবরাহ শুরু করে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। তখন এর ৪ কিলোবাইটের (৪৮ কিলোবাইট পর্যন্ত বাড়ানো যেত) মূল মডেলের দাম ছিল ১ হাজার ২৯৮ মার্কিন ডলার। অ্যাপল টু ছিল রঙিন এবং এতে শব্দ যুক্ত করা হয়েছি। অ্যাপল টু কম্পিউটারের সঙ্গেই বেসিক প্রোগ্রামিং ভাষা দিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে কম্পিউটার প্রোগ্রাম লেখা সহজ হয়েছিল। নির্দিষ্টভাবে বলতে গেলে, অ্যাপল টু বেশ বিক্রি হয়েছে স্কুলগুলোয়। পরে হিসাব-নিকাশ করার সফটওয়্যার ‘ভিজিক্যালক’ আসায় ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানেও বিক্রি হয় অ্যাপল টু কম্পিউটার।

১৮১৬ সালে আঁকা ব্রিটিশ চিত্রশিল্পী বেঞ্জামিন ওয়েস্টের আঁকা চিত্রকর্ম ‘আকাশ থেকে বিদ্যুৎ’। স্লেটের ওপর তের রঙে আঁকা ছবি যুক্তরাষ্ট্রের ফিলাডেলিফা মিউজিয়াম অব আর্টে রয়েছে
উইকিপিডিয়া

১০ জুন ১৭৫২
আকাশ থেকে বৈদ্যুতিক চার্জ সংগ্রহ করে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ঘুড়ি
আজ থেকে ২৭১ বছর আগে মার্কিন বিজ্ঞানী ও উদ্ভাবক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আকাশে একটি ঘুড়ি ওড়ান। ঘুড়িটি আকাশের বজ্রপাত থেকে বৈদ্যুতিক আধান বা চার্জ সংগ্রহ করে।

আরও পড়ুন

বাংলাদেশে ইন্টারনেট চালু হলো