মেয়ের জন্য থ্রিডি প্রিন্টারে পোশাক বানালেন মার্ক জাকারবার্গ

থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি পোশাকমার্ক জাকারবার্গ

থ্রিডি (ত্রিমাত্রিক) প্রিন্টারের ব্যবহার নিয়ে বেশ আগ্রহ রয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের। এবার থ্রিডি প্রিন্টারে মেয়ের জন্য পোশাক বানিয়েছেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে থ্রিডি প্রিন্টারে তৈরি পোশাক পরা দুই মেয়ের ছবিও পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ।

থ্রিডি প্রিন্টারে তৈরি পোশাক পরেছেন মাক্সিমা
মার্ক জাকারবার্গ

ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমি পোশাক বানাতে ভালোবাসি। সম্প্রতি মেয়েদের সঙ্গে নকশা তৈরির পাশাপাশি থ্রিডি প্রিন্টিং পোশাক তৈরি করেছি। গত মাসের কিছু প্রকল্প, এ জন্য আমাকে সেলাই করাও শিখতে হয়েছে।’ এই পোশাকগুলো মূলত থ্রিডি প্রিন্টারে তৈরি কৃত্রিম উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন
থ্রিডি প্রিন্টারে তৈরি পোশাক পরেছেন আগস্ট
মার্ক জাকারবার্গ

২০১২ সালের ১৯ মে চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিসিলা চ্যানকে বিয়ে করেন মার্ক জাকারবার্গ। তাঁদের তিনজন কন্যাসন্তান। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমার জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তাঁর নাম রাখা হয় আগস্ট। এ বছরের ২৪ মার্চ জন্ম হয় তৃতীয় সন্তান অরেলিয়ার।

আরও পড়ুন