সার্চে আপত্তিকর ছবি এলে ঝাপসা করে দেবে গুগল

গুগল
রয়টার্স

তথ্য খোঁজার (সার্চ) ফলাফলে স্বয়ংক্রিয়ভাবেই আপত্তিকর ছবি ঝাপসা করে দেবে গুগল। এক ব্লগ বার্তায় এমন সেবা নিয়ে আসার ঘোষণা দিয়েছে গুগল।

এখন ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ‘সেফ সার্চ ফিল্টার’ চালু রয়েছে গুগলে। এই বয়সীরা সাইনআপ করে গুগল ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই নিরাপদ তথ্য অনুসন্ধানের ফিল্টার চালু হয়ে যায়। এখন নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পদক্ষেপ হিসেবে ছবি ঝাপসা করে ফলাফল দেখানোর সুবিধা আনছে গুগল। কোনো যন্ত্রে ‘সেইফ সার্চ ফিল্টার’ চালু না থাকলেও তথ্য অনুসন্ধান ফলাফলে আপত্তিকর ছবি ঝাপসা করে প্রদর্শন করবে গুগল।

গুগল বলছে, যেসব ব্যবহারকারীর ‘সেইফ সার্চ ফিল্টার’ চালু নেই, তাদের জন্য নতুন এ সেবা স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে। তবে সেটিংস থেকে এই অপশন পরিবর্তনও করা যাবে৷

বিবৃতিতে আরও বলা হয়, শিশু ও পরিবারের সদস্যরা যখন আমাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করেন, তখন তাঁদের সুরক্ষিত রাখা আমাদের জন্য অগ্রাধিকার। যার ফলে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে জড়িত সেবায় আমরা এজন্য বিনিয়োগ করছি।

এদিকে নিরাপদ ইন্টারনেট তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে শিশুদের জন্য নতুন প্লে লিস্ট ইউটিউব কিডস চালু করেছে গুগল।