কম্পিউটারে মাইকেঞ্জেলো ভাইরাসের আক্রমণ

ইন্টারনেট–পূর্ব যুগে মাইকেঞ্জেলো নামের কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে। ইতিহাসে একে প্রথম প্রকাশ্য ম্যালওয়্যার সংক্রমণ বলে ধরা হয়।

বিশ্বখ্যাত ভাষ্কর, শিল্পী মাইকেঞ্জেলোর জন্মদিনে তাঁর নামে ছাড়া হয় কম্পিউটার ভাইরাস

৬ মার্চ ১৯৯২
কম্পিউটারে মাইকেঞ্জেলো ভাইরাসের আক্রমণ
ইন্টারনেট–পূর্ব যুগে মাইকেঞ্জেলো ( Michaelangelo) নামের কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে। ইতিহাসে একে প্রথম প্রকাশ্য ম্যালওয়্যার সংক্রমণ বলে ধরা হয়। মাইকেঞ্জেলো ভাইরাস কম্পিউটার নিরাপত্তার দিক থেকে একটি বাঁকবদলের ঘটনা। ১৯৯২ সালের ৬ মার্চ বিখ্যাত ইতালীয় ভাস্কর, চিত্রশিল্পী, স্থপতি ও কবি মাইকেঞ্জেলোর জন্মদিনে তাঁর নামে তৈরি করা এই ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়ে। ৫০ লাখ কম্পিউটার মাইকেঞ্জেলো ভাইরাসের সংস্পর্শে আসে বলে জানা যায়। তবে কয়েক হাজার কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। মাইকেঞ্জেলো নামের ক্ষতিকর প্রোগ্রাম বা ভাইরাসের কারণে আক্রান্ত কম্পিউটারগুলোর বায়োসের তথ্য মুছে গিয়েছিল।

ইন্টারনেট–পূর্ব যুগে ছড়িয়েছিল মাইকেঞ্জেলো ভাইরাস
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১৯৯১ সালের ৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় প্রথম মাইকেঞ্জেলো আবিষ্কৃত হয়। এটি তৈরি করা হয়েছিল ডস বা ডিস্ক অপারেটিং সিস্টেম আক্রমণ করার জন্য। মূলত মাইকেঞ্জেলো ছিল বুট সেক্টর ভাইরাস। যেটি কম্পিউটারের বায়োসের তথ্য মুছে ফেলত। প্রতিবছরের ৬ মার্চ মাইকেঞ্জেলোর জন্মদিনে ভাইরাসটি সক্রিয় হয়ে উঠত। তবে ১৯৯৭ সাল নাগাদ এই ভাইরাস সংক্রমণের আর কোনো ঘটনা ঘটার সংবাদ পাওয়া যায়নি।

অ্যাডাম অসবোর্ন
উইকিমিডিয়া কমন্স

৬ মার্চ ১৯৩৯
বহনযোগ্য কম্পিউটারের উদ্ভাবক অ্যাডাম অসবোর্নের জন্ম
বহনযোগ্য কম্পিউটারের উদ্ভাবক অ্যাডাম অসবোর্ন ভারতের কোদাইকানালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ–আমেরিকান লেখক এবং বই ও সফটওয়্যার প্রকাশকও ছিলেন। অসবোর্ন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে নানা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ১৯৮১ সালের এপ্রিলে অ্যাডাম অসবোর্নের তৈরি প্রথম বাণিজ্যিক বহনযোগ্য কম্পিউটার অসবোর্ন–১ বাজারে আসে। ১৯৭৫ সালের দিকে শুরু হওয়া হোমব্রিউ কম্পিউটার ক্লাবের সভা থেকে পরিচিতি পান অ্যাডাম অসবোর্ন।

অসবোর্ন–১ কম্পিউটার
অ্যাডাম জেনকিনস/উইকিমিডিয়া

সাড়ে ২৪ পাউন্ড (১২ কেজি) ওজনের অসবোর্ন–১ কম্পিউটারের দাম ছিল ১ হাজার ৭৯৫ মার্কিন ডলার। সে সময় অন্য নির্মাতাদের তৈরি কম্পিউটারের মূল্যের অর্ধেকের চেয়ে একটু বেশি ছিল অসবোর্ন–১–এর দাম। এটি তখনকার জনপ্রিয় সিপি/এম ২.২ অপারেটিং সিস্টেমে চলতো। এমনভাবে এর নকশা করা হয়, যাতে এটি বিমানের একটি আসনের নিচে এঁটে যায়। এর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন প্রতি মাসে ১০ হাজার অসবোর্ন–১ সরবরাহ করত অসবোর্ন কম্পিউটার করপোরেশন। ২০০৩ সালের ১৮ মার্চ মারা যান অ্যাডাম অসবোর্ন।

রয়টার্স

৬ মার্চ ২০১২
গুগল প্লে চালু
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে অনলাইনে গুগল প্লে বা গুগল প্লে স্টোর চালু করে গুগল। তবে ২০০৮ সালের ২২ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড মার্কেট নামে এটি অনলাইনে চালু ছিল। গুগল প্লে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন বা যন্ত্রের অ্যাপ্লিকেশন কেনাবেচার অনলাইন বাজার। গুগল প্লেতে বর্তমানে অ্যান্ড্রয়েড মার্কেট, গুগল মিউজিক, গুগল মুভিজ ও গুগল ই–বুক স্টোরের পণ্য পাওয়া যায়।