হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেখা যাবে মেটার নীল টিক

হোয়াটসঅ্যাপ চ্যানেলসমেটা

হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধার মাধ্যমে সহজে একাধিক ব্যক্তির কাছে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি জরিপও চালানো যায়। ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেলের সদস্যদের একসঙ্গে হালনাগাদ তথ্য জানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত নিতে পারে। এবার বিভিন্ন প্রতিষ্ঠানের চ্যানেলে ফেসবুকের আদলে নীল টিকযুক্ত ভেরিফিকেশন ব্যাজ প্রদর্শনের সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর ফলে অন্য ব্যবহারকারীরা চ্যানেলটির পরিচিতি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন পরীক্ষামূলক সংস্করণে নীল টিক যুক্তের সুবিধা পরখ করা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.১.১৮ পরীক্ষামূলক সংস্করণে ‘ভেরিফায়েড চ্যানেল’ সুবিধার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ডব্লিউএবেটাইনফো। স্ক্রিনশটের তথ্যমতে, চ্যানেলে মেটা ভেরিফায়েড টিক যুক্ত করার জন্য নাম, প্রোফাইল ছবিসহ অন্যান্য তথ্য ভেরিফায়েড বিজনেস প্রোফাইলের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। তথ্যগুলো পর্যালোচনা করে চ্যানেলের সঙ্গে নীল টিক যুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, প্রতি মাসে নির্দিষ্ট অর্থের বিনিময়ে এ সুবিধা ব্যবহার করতে হবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের চ্যানেলে বর্তমানে সবুজ রঙের ব্যাজ প্রদর্শন করা হয়। নতুন এ সুবিধা চালু হলে পরিচয় যাচাই করা চ্যানেলগুলোর পাশে নীল টিক চিহ্ন দেখা যাবে। অর্থাৎ ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতোই মেটার ভেরিফায়েড নীল টিক দেখা যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তবে শুধু প্রতিষ্ঠানের চ্যানেলেই এই নীল টিক দেখা যাবে। যেকোনো ব্যক্তি বা অপ্রাতিষ্ঠানিক চ্যানেলে মেটার এই ভেরিফায়েড নীল টিক চিহ্ন যুক্ত করা যাবে না।

সূত্র: গ্যাজেটস ৩৬০

আরও পড়ুন