কম্পিউটার সিটির মেলায় চাহিদা বেশি ল্যাপটপের

মেলায় পছন্দের পণ্য কিনতে ক্রেতাদের ভিড়প্রথম আলো

আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে চলছে রোদ-বৃষ্টির খেলা। আকাশে মাঝেমধ্যে রোদের ঝিলিক দেখা গেলেও কিছুক্ষণ পরই ঝুম বৃষ্টি। সারা শহরে রোদ-বৃষ্টির এ লুকোচুরি খেলার মধ্যেও আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির মেলা সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে। মেলায় প্রবেশের পর কথা হয় একদল তরুণের সঙ্গে। মেলায় আসার কারণ জানতে চাইলে জুবায়ের আহমেদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, ‘পড়াশোনার জন্য ল্যাপটপ কেনা খুব জরুরি। মেলা উপলক্ষে বিভিন্ন ছাড় ও অফার পাওয়া যায়। তাই আজ বন্ধুদের সঙ্গে ল্যাপটপ কিনতে এসেছি।’

মেলায় ল্যাপটপ দেখছেন ক্রেতারা
প্রথম আলো

মেলার দ্বিতীয় দিনে প্রায় সব প্রতিষ্ঠানেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটারসের শোরুমে মেয়েকে নিয়ে ল্যাপটপ কিনতে এসেছেন তাজুল ইসলাম। পেশায় ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, দিন দিন প্রযুক্তি উন্নত হচ্ছে। আর তাই মেয়ের জন্য হালনাগাদ প্রযুক্তির ল্যাপটপ কিনতে মেলায় এসেছেন তিনি।

মেলায় কেমন সাড়া পাওয়া যাচ্ছে জানতে চাইলে বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ এল মাজহার ইমাম চৌধুরী বলেন, মেলা উপলক্ষে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো নতুন নতুন পণ্য প্রদর্শন করছে। এসব পণ্যের মধ্যে ল্যাপটপের সংখ্যাই সবচেয়ে বেশি। এবারের মেলায় ল্যাপটপ বেশি বিক্রি হচ্ছে।

জেনারেল কম্পিউটারের স্বত্বাধিকারী মো. জাহেদুল আলম বলেন, ‘মেলায় বেশ ভালো সাড়া পাচ্ছি। বিক্রিও বেশ ভালো হচ্ছে। তরুণ ক্রেতারা ৪০ থেকে ৬০ হাজার টাকা দামের ল্যাপটপ বেশি কিনছেন।’

ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেডের ব্যবস্থাপক মো. শিহাবুজ্জামান সোহেল বলেন, ‘এবারের মেলায় বেশি কিছু নতুন প্রযুক্তিপণ্য পাওয়া যাচ্ছে। মেলায় হালনাগাদ প্রযুক্তিপণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি।’

বিসিএস কম্পিউটার সিটির দুই যুগ পূর্তি উপলক্ষে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩’ কম্পিউটার মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মেলার স্লোগান ‘টেকনোলজি, হাইওয়ে টু স্মার্ট বাংলাদেশ’। মেলায় পৃষ্ঠপোষকতা করছে আসুস, দাহুয়া, এপসন, এইচপি, হিকভিশন, ইনফিনিক্স, লেনোভো ও এনএসআই। মেলায় ১৬০টি প্রতিষ্ঠানসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। ছয় দিনের এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় বিনা মূল্যে প্রবেশ করে ক্রেতাদের পাশাপাশি দর্শনার্থীরাও পুরস্কার জেতার সুযোগ পাবেন।