বুলিয়ান অ্যালজেব্রার স্রষ্টা জর্জ বুলের জন্ম

ব্রিটিশ গণিতবিদ গণিতভিত্তিক যৌক্তিক ব্যবস্থার স্রষ্টা জর্জ বুল ইংল্যান্ডের লিংকনে জন্মগ্রহণ করেন।

জর্জ বুলউইকিমিডিয়া

২ নভেম্বর ১৮১৫
বুলিয়ান অ্যালজেব্রার স্রষ্টা জর্জ বুলের জন্ম
ব্রিটিশ গণিতবিদ জর্জ বুল গণিতভিত্তিক যৌক্তিক ব্যবস্থার স্রষ্টা জর্জ বুল ইংল্যান্ডের লিংকনে জন্মগ্রহণ করেন। জর্জ বুল ‘বুলিয়ান অ্যালজেব্রা’ সৃষ্টির জন্য অমর হয়ে আছেন। জর্জ বুল স্কুলশিক্ষক হিসেবে নিজের পেশাজীবন শুরু করেন। গণিত বিষয়ে প্রচুর নিবন্ধ লেখেন সেই সময়ে। এসব লেখা পরে তাঁকে যুক্তির গাণিতিক বিশ্লেষণ নিয়ে বই লিখতে উৎসাহিত করে। গণিতে জর্জ বুলের অবদান দেখে ১৯৪৮ সালে আয়ারল্যান্ডের কর্কে কুইন্স ইউনিভার্সিটি তাদের গণিত বিভাগের চেয়ার হিসেবে নিয়োগ দেয়। এই সুযোগে বুল চিন্তার সূত্র কীভাবে তৈরি হয়, তা নিয়ে ব্যাপক পড়াশোনা ও কার্যকারণ খোঁজায় উল্লেখযোগ্য কাজ করেন।    

কোনো বিষয় সত্য অথবা মিথ্যা—যুক্তি দিয়ে তা নির্ধারণের জন্য জর্জ বুল যে পদ্ধতি উদ্ভাবন করেছেন, সেটি পরে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার যন্ত্রাংশ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। ডাবলিন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বুলকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। তিনি রয়েল সোসাইটি অব লন্ডনের ফেলো নির্বাচিত হন। ১৮৫৮ সালে বুল কেমব্রিজ ফিলোসফিক্যাল সোসাইটির সাম্মানিক সদস্য নির্বাচিত হন। ১৮৬৪ সালের ৮ ডিসেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে জর্জ বুলের জীবনাবসান ঘটে।

বোস্টনের বিজ্ঞান জাদুঘরে রক্ষিত এই ফ্লপিডিস্কে আছে মরিস ওয়ার্ম
উইকিমিডিয়া

২ নভেম্বের ১৯৮৮
মরিস ওয়ার্মে ছয় হাজার কম্পিউটার আক্রান্ত
মরিস ওয়ার্ম প্রাচীন কম্পিউটার ওয়ার্মগুলোর একটি, ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। রবার্ট ট্যাপেন মরিস ১৯৮৮ সালের ২ নভেম্বর এটি ইন্টারনেটে ছড়িয়ে দেন। মরিস ওয়ার্ম ছয় হাজার কম্পিউটারে ছড়িয়ে পড়েছিল। এই ওয়ার্ম আক্রমণের ঘটনা পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) গঠনে সহায়তা করে। গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পাওয়া ওয়ার্ম এটি।
এই কম্পিউটার ওয়ার্মের স্রষ্টা মরিস তখন ছিলেন কর্নেল ইউনিভার্সিটির ছাত্র। ২ নভেম্বর রাত সাড়ে আটটায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) নেটওয়ার্ক থেকে এটি ছড়িয়ে ছিলেন রবার্ট মরিস। এই ঘটনার পর ১৯৮৬ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ আইনে প্রথম ব্যক্তি হিসেবে মরিসকে সাজা দেওয়া হয়। পরবর্তী তিন বছর আচরণ পর্যবেক্ষণের সাজা হয় মরিসের। এ ছাড়া ৪০০ ঘণ্টা সামাজিক প্রতিষ্ঠানে কাজ করা এবং ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয় রবার্ট ট্যাপেন মরিসের। পরে শিক্ষক হিসেবে এমআইটির তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে যোগ দেন তিনি।

রবার্ট ট্যাপেন মরিস
উইকিমিডিয়া

কম্পিউটার বিজ্ঞানী ও উদ্যোক্তা রবার্ট মরিস ১৯৬৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন রবার্ট ট্যাপেন মরিস। তিনি প্রথম দিককার ওয়েব অ্যাপ্লিকেশন ভায়াওয়েবের সহপ্রতিষ্ঠাতা। ভায়াওয়েব ছিল অনলাইন দোকান তৈরির সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। পরে ইয়াহু ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে ভায়া ওয়েব কিনে নেয়। আরও পরে পল গ্রাহামের সঙ্গে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটর প্রতিষ্ঠা করেন মরিস। মরিসের প্রয়াত বাবা রবার্ট মরিস ছিলেন ইউনিক্স অপারেটিং সিস্টেমের সহনির্মাতা এবং ন্যাশনাল কম্পিউটার সিকিউরিটি সেন্টারের প্রধান বিজ্ঞানী।