পেনসিলভানিয়ায় বিশেষ কম্পিউটার স্কুল চালু

যুক্তরাষ্ট্রের ইনউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটিং বিষয়ে বিশেষ গ্রীষ্মকালীন (সামার) স্কুল শুরু করে। উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রোগ্রাম সংরক্ষণ করা যায়, এমন কম্পিউটার নির্মাণ করা।

কম্পিউটিং বিষয়ের স্কুলের উদ্দেশ্য ছিল কম্পিউটার নির্মাণ
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৮ জুলাই ১৯৪৬
পেনসিলভানিয়ায় বিশেষ কম্পিউটার স্কুল চালু
যুক্তরাষ্ট্রের ইনউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটিং বিষয়ে বিশেষ গ্রীষ্মকালীন (সামার) স্কুল শুরু করে। এই স্কুলের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রোগ্রাম সংরক্ষণ করা যায়, এমন কম্পিউটার নির্মাণ করা। এই স্কুলে বিনা মূল্যে যে কেউ কম্পিউটারবিজ্ঞানের ক্লাস করতে পারতেন। ক্লাসের বক্তৃতাগুলো পরে এডস্যাক, বাইন্যাক এবং আরও পরে আইএএসের ক্লোন অ্যাভিড্যাকের মতো কম্পিউটার তৈরিতে অনুপ্রেরণা দেয়।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অ্যাকটিভিশন ব্লিজার্ডের সদর দপ্তর
উইকিপিডিয়া

৮ জুলাই ২০০৮
দুই গেম নির্মাতা অ্যাকটিভিশন ও ব্লিজার্ড একীভূত
আনুমানিক ১ হাজার ৮৯০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে গেম নির্মাতা অ্যাকটিভিশন ভিডিও গেম নির্মাতা ব্লিজার্ডের সঙ্গে একীভূত হয়ে যায়। দুই প্রতিষ্ঠান মিলে নতুন নামকরণ হয় অ্যাকটিভিশন ব্লিজার্ড।

আরও পড়ুন

অ্যাকটিভিশন কোম্পানি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি আটারি ভিডিও কম্পিউটার সিস্টেমের জন্য গেম তৈরি করত। ১৯৮৮ সালে গেম ছাড়া অন্য ধরনের সফটওয়্যার তৈরি শুরু করে অ্যাকটিভিশন। প্রতিষ্ঠানের নাম হয় মেডিয়াজেনিক। কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি। ঋণে জর্জরিত হয়ে যায় প্রতিষ্ঠানটি। পরে ১৯৯১ সালে কয়েকজন বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি কিনে আবার অ্যাকটিভিশন নামকরণ করেন। ১৯৯৭ সালে এটি আবার লাভজনক হয়ে ওঠে। ২০০৭ সালের ডিসেম্বরে ব্লিজার্ডের প্রস্তাবে সাড়া দিয়ে দুই প্রতিষ্ঠান এক হয়ে যায়।

অ্যাকটিভিশন ব্লিজার্ডের তৈরি বেশ কিছু গেম রয়েছে। এই গেমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কল অব ডিউটি সিরিজ, ক্র্যাশ ব্যান্ডিকট সিরিজ, গিটার হিরো সিরিজ, স্কাইল্যান্ডার সিরিজ, টনি হকস সিরিজ, ডায়াবলো সিরিজ, হার্টস্টোন, হিরোজ অব দ্য স্টর্ম, ওভারওয়াচ সিরিজ, স্টারক্রাফট সিরিজ, ওয়ারক্রাফট সিরিজ ও ক্যান্ডি ক্রাশ সাগা।

আরও পড়ুন