ফোন নম্বর ছাড়া ব্যবহার করা যাবে গুগলের দুই স্তরের নিরাপত্তাসুবিধা

নিজেদের দুই স্তরের নিরাপত্তাসুবিধা হালনাগাদ করেছে গুগলছবি: রয়টার্স

গুগল অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) বা টু স্টেপ ভেরিফিকেশন (টুএসভি) নামের দুই স্তরের নিরাপত্তাসুবিধা রয়েছে গুগলের। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও গুগল অ্যাকাউন্টে থাকা তথ্য নিরাপদ থাকে। ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়াতে নিজেদের দুই স্তরের নিরাপত্তাসুবিধা হালনাগাদ করেছে গুগল।

নতুন এ সুবিধা চালু হলে ফোন নম্বর ছাড়াই গুগলের দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে ফোন হারিয়ে গেলেও গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার সুযোগ মিলবে। এ বিষয়ে এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, দুই স্তরের নিরাপত্তাসুবিধা হালনাগাদের ফলে পরিচিতি যাচাইয়ের জন্য ফোন নম্বরের বদলে অথেনটিকেটর অ্যাপ বা সিকিউরিটি কি ব্যবহার করা যাবে। এর ফলে ফোনের এসএমএসে আসা ভেরিফিকেশন কোডের প্রয়োজন পড়বে না। যাঁরা ফোন নম্বর ব্যবহার করতে চান না, তাঁরা আরও সহজে বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন।

গুগলের তথ্যমতে, হালনাগাদ দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যক্তিগত ব্যবহারকারীদের পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকর হবে। শুধু তা–ই নয়, এর ফলে নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তা ইউবিকি বা টাইটানের মতো ‘সিকিউরিটি কি’ ব্যবহারেরও সুযোগ মিলবে। নতুন এ হালনাগাদ পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে