গুগল ড্রাইভে নতুন দুই সুবিধা আসছে

গুগল ড্রাইভরয়টার্স

ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকে গুরুত্বপূর্ণ তথ্যও জমা রাখেন গুগল ড্রাইভে। আর তাই গুগল ড্রাইভে দ্রুত ভিডিও চালুর পাশাপাশি উন্নত সার্চ সুবিধা যুক্ত করছে গুগল। নতুন হালনাগাদে এসব সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।  

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, গুগল ড্রাইভে ‘ডায়নামিক অ্যাডাপটিভ স্ট্রিমিং ওভার এইচটিটিপি’ বা ড্যাশ সুবিধা যোগ করা হবে। ইন্টারনেট নেটওয়ার্কের গতির ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর রেজল্যুশনের মান নির্ধারণ করবে এ সুবিধা। ফলে ইন্টারনেটের গতি কম থাকলেও গুগল ড্রাইভ থেকে পছন্দের ভিডিও দ্রুত চালু করা যাবে। গুগল ড্রাইভে নতুন আপলোড করা ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে এ সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে আগে আপলোড করা ভিডিওগুলোতেও এ সুবিধা মিলবে।

ভিডিও দ্রুত চালুর পাশাপাশি গুগল ড্রাইভ অ্যাপের সার্চ সুবিধা উন্নত করতে কাজ করছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে ‘টাইপ’, ‘পিপল’ ও ‘মডিফাইড’ নামে নতুন তিনটি ফিল্টার দেখা যাবে। পিপল ট্যাবে সম্প্রতি আদান-প্রদান করা সব ফাইল পাওয়া যাবে। টাইপ ট্যাবে বিষয় অনুযায়ী এবং মডিফাইড ট্যাবে তারিখ অনুযায়ী ফাইল খুঁজে পাওয়া যাবে। প্রথমে আইওএস ও পরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এসব সুবিধা যুক্ত করা হবে।