ভিডিও বার্তা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

নির্দিষ্ট ব্যক্তিকে ভিডিও বার্তা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপেপেক্সেলস

বার্তা আদান-প্রদানের পাশাপাশি ভিডিও ধারণ করে চ্যাট করার সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এ সুবিধা চালু হলে ভিডিও কলের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তিকে ভিডিও বার্তা পাঠানো যাবে। শুধু তা–ই নয়, প্রাপকও ফিরতি ভিডিওতে নিজের মতামত জানাতে পারবেন। আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে।

জানা গেছে, ভিডিও চ্যাট সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে। ফলে এক বা একাধিক ভিডিও বার্তা আদান-প্রদান করে নির্দিষ্ট বিষয়ে বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা যাবে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ২.২৩.৮.১৯ এবং আইওএস ২৩.৬.০.৭৩ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনের মধ্যে থাকা মাইক্রোফোনে ক্লিক করে নতুন এ সুবিধা  ব্যবহার করা যাবে। ফলে বর্তমানে চালু থাকা ভয়েস বার্তার আদলেই একে অপরের সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। অন্যদের পাঠানো ভিডিও বার্তা চাইলে বড় করেও দেখা যাবে। তবে ভিডিও চ্যাট করার জন্য প্রেরক ও প্রাপক উভয়ের ফোনেই হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।  
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন