সেমিকন্ডাক্টরশিল্পকে এগিয়ে নিতে নীতিগত সহায়তা দিতে প্রস্তুত সরকার
সারা বিশ্বে সেমিকন্ডাক্টরশিল্প এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেরও সেমিকন্ডার শিল্পে ভালো করার সুযোগ রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় সেমিকন্ডাক্টরশিল্পে কাজ করার পাশাপাশি গবেষণা করছে। সরকার সেমিকন্ডাক্টরশিল্পকে এগিয়ে নেওয়ার জন্য নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। তাই সেমিকন্ডাক্টরশিল্পের উন্নয়নে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে অনুষ্ঠিত বিয়ার (বায়োটেক ইলেকট্রনিকস এআই অ্যান্ড রোবোটিকস) এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গঠনে ইন্টার–অপারেবিলিটি, সাইবার নিরাপত্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশকে বাংলা ভাষাভিত্তিক এলএলএম ও বিশ্বস্ত সেমিকন্ডাক্টর অবকাঠামো তৈরি করতে হবে।
তাইওয়ান সেমিকন্ডাক্টরের (টিএসএমসি) গবেষক ও ইউনিভার্সিটি অব বার্কলের অধ্যাপক সাইফ সালাউদ্দিন বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দুনিয়ার আলোচিত প্রযুক্তি। এআইয়ের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হচ্ছে। এ জন্য মাইক্রোসফট বা গুগলের মতো প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন খুঁজছে। এখন যে ব্ল্যাকওয়েল জিপিইউ তৈরি হচ্ছে, তা অনেক শক্তিশালী। সারা বিশ্বের সেমিকন্ডাক্টরশিল্প খাতে চমক দেখা যাচ্ছে।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) সভাপতি মো. আবদুল জব্বার বলেন, সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করা বাংলাদেশি সব প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিয়েছে। আমাদের শিক্ষা ও শিল্প খাতে অনেক তরুণ ও সফল ব্যক্তিত্ব রয়েছেন, তাঁদের মাধ্যমেই আমাদের সেমিকন্ডাক্টরশিল্প এগিয়ে যাবে। উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, সেমিকন্ডাক্টরশিল্পে কাজের অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। নানা ধরনের পরিবর্তন আসছে।
সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরশিল্পের বাজার ছিল ৬৩০ দশমিক ৫ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মতে, ২০২৫ সালে সেমিকন্ডাক্টরশিল্পের বাজার হবে প্রায় ৭০১ বিলিয়ন ডলার। আর চলতি দশকের শেষ নাগাদ এই শিল্পের বাজার এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, দুই দিনের এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সম্মেলনে দেশ-বিদেশের প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।