ডিস্ক ক্লিনআপ দিয়ে সহজেই রিসাইকেল বিন এবং টেম্পোরারি ফাইল মুছে ফেলা যায়

কম্পিউটার

প্রশ্ন :

প্রশ্ন: আমার কম্পিউটারে কিছুক্ষণ কাজ করার পর স্ক্রিনে ‘দেয়ার ইজ নট অ্যানাফ মেমোরি অর ডিস্ক স্পেস’ বার্তা দেখায়। ফলে ইন্টারনেট ব্যবহারের পাশাপামি বিভিন্ন কাজ করতে সমস্যা হয়। মাঝেমধ্যে কম্পিউটার হ্যাং হয়ে যায়। এ সমস্যার সমাধান কী? 

আশিকুর রহমান, পিরুজালী, গাজীপুর

উত্তর: র৵ামের ক্ষমতা কম থাকলে বা হার্ডডিস্কের C:\ ড্রাইভে খালি জায়গা কমে গেলে কম্পিউটারে এ ধরনের বার্তা দেখা যায়। সমস্যা সমাধানে জন্য রিসাইকেল বিন এবং  টেম্পোরারি ফাইলগুলো নিয়মিত মুছে ফেলত হবে। ডিস্ক ক্লিন আপ টুল দিয়ে সহজেই রিসাইকেল বিন ও টেম্পোরারি ফাইল মুছে ফেলা যায়। 

উত্তর দিয়েছেন—মেহেদী হাসান, 

কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী