বিট–বাইট

৫৫ ইঞ্চি গেমিং মনিটর

েগমস খেলোয়াড় বা গেমারদের জন্য ৫৫ ইঞ্চির মনিটর তৈরি করেছে স্যামসাং। ওডেসি আর্ক মডেলের মনিটরটি চাইলে উড়োজাহাজের উলম্বভাবেও ব্যবহার করা যায়। ৩৮৪০ x ২১৬০ পিক্সেল রেজল্যুশনের এই মনিটরের রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৬৫ হার্টজ। মনিটরের চার কোণে রয়েছে চারটি স্পিকার, এ কারণে আলাদা স্পিকারের প্রয়োজন হয় না। স্ট্যান্ড থাকায় টেলিভিশনের মতো দেয়ালে ঝোলাতে হয় না মনিটরটি, ফলে সহজেই অবস্থান পরিবর্তন করা যায়। এর দাম ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার বা ৩ লাখ ৩২ হাজার টাকা (প্রায়)।

সূত্র: ম্যাশেবল, ছবি: স্যামসাং

ইনস্টাগ্রাম রিলস ফেসবুকেও দেখা যাবে

ইনস্টাগ্রামের জন্য তৈরি রিলস ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে পোস্ট করা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না, ইনস্টাগ্রামে পোস্ট করলেই ফেসবুকে দেখা যাবে ভিডিওটি। এ কারণে নিজেদের তৈরি ভিডিও আরও বেশি মানুষকে দেখানোর সুযোগ মিলবে। নতুন এ সুবিধা দিতে ইনস্টাগ্রামে শেয়ার টু ফেসবুক অপশন যুক্ত করার ঘোষণা দিয়েছে মেটা।

বর্তমানে ইনস্টাগ্রাম থেকে স্টোরিজ এবং ছবি সরাসরি ফেসবুকে পোস্ট করা যায়। নতুন সুবিধা কাজে লাগিয়ে একই পদ্ধতিতে রিলস ভিডিও ফেসবুকে পোস্ট করার সুযোগ মিলবে। বর্তমানে ইনস্টাগ্রামের রিলসের মাধ্যমে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। সূত্র: এনডিটিভি, ছবি: পেক্সেলস