বিট–বাইট
ট্র্যাক বল সুবিধার ওয়্যারলেস মাউস
ট্র্যাক বলযুক্ত মাউসটি উইন্ডোজ কম্পিউটারের পাশাপাশি ম্যাক অপারেটিং সিস্টেম–চালিত কম্পিউটারেও ব্যবহার করা যায়। শক্তিশালী ব্যাটারির মাউসটি এক চার্জে চলে চার মাস পর্যন্ত। কেনসিংটনের তৈরি স্লিমব্লেড প্রো নামের মাউসটির দাম ১২০ ডলার। সূত্র: দ্য ভার্জ
মেটাভার্সের জন্য সনির মোশন ট্র্যাকিং সিস্টেম
‘মেটাভার্স’ ভার্চ্যুয়াল দুনিয়ায় নিজেদের ছবিযুক্ত অ্যাভাটারের নড়াচড়া নিয়ন্ত্রণের সুযোগ দিতে ‘মোকোপি’ নামের মোশন ট্র্যাকিং সিস্টেম তৈরি করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তি মূলত মেটাভার্সের ভার্চ্যুয়াল দুনিয়ায় একে অপরের সঙ্গে পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেবে। আকারে ছোট যন্ত্রটি হাতের পাশাপাশি শরীরের যেকোনো জায়গায় রেখে ব্লুটুথের মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ব্যবহার করা যাবে। সূত্র: দ্য ভার্জ
ব্লুটুথের মাধ্যমে তথ্য চুরি করছে হ্যাকাররা
গান শোনা বা ভিডিও দেখার সময় অনেকেই তারহীন ব্লুটুথ ব্যবহার করেন। কেউ আবার ফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন যুক্ত করে কথা বলেন। কিন্তু এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে ফোনের তথ্য চুরি করছে হ্যাকাররা। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে সাইবার হামলা চালানোর জন্য হ্যাকাররা প্রথমে নির্দিষ্ট ব্যক্তির ফোনের ব্লুটুথ নেটওয়ার্কে ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে নিজেদের কাছে থাকা বিশেষ ধরনের যন্ত্র যুক্ত করে।
এর মাধ্যমে প্রায় ১০ মিটার দূর থেকে যেকোনো ফোনের তথ্য চুরির পাশাপাশি ব্যবহারকারীদের কথোপকথন শুনতে পারে তারা। ব্লুটুথের মাধ্যমে তথ্য চুরির হাত থেকে বাঁচতে বিভিন্ন প্রতিষ্ঠান বা পাবলিক স্পেসে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার না করার পাশাপাশি প্রয়োজন ছাড়া ফোনে ব্লুটুথ অপশন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া