ক্রোম ব্রাউজারের ট্যাবের রং পরিবর্তন যেভাবে
ক্রোম ব্রাউজারে বিভিন্ন রঙের ট্যাব ব্যবহার করা যায়। ট্যাবের রং দ্রুত পরিবর্তনের জন্য ক্রোম ব্রাউজারে বেশ কিছু রং নির্বাচন করা রয়েছে, যা প্রিলোডেড থিম নামে পরিচিত। প্রিলোডেড থিম ব্যবহারের জন্য কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালু করে পর্দার ডান দিকের নিচে থাকা কাস্টমাইজ বাটনে ক্লিক করতে হবে। এরপর কালার এবং থিম ট্যাব চালু করে পছন্দের রং নির্বাচন করে ডান বাটনে ক্লিক করতে হবে।
ব্যক্তিগত ছবি ব্যবহার করে ট্যাবের রং পরিবর্তনের জন্য কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালুর পর ওপরে থাকা প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব চালু করতে হবে। এবার নিচের ডান দিকে থাকা কাস্টমাইজ বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ট্যাব থেকে ছবি আপলোডের অপশনে ক্লিক করতে হবে। এরপর ছবি নির্বাচন করে ডান বাটনে ক্লিক করতে হবে।