হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে এআই স্টুডিও

হোয়াটসঅ্যাপে বিভিন্ন এআই চ্যাটবট ব্যবহার করা যাবেপেক্সেলস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন চ্যাটবট সহজে ব্যবহারের সুযোগ দিতে ‘এআই স্টুডিও’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা এআই চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এআই স্টুডিও ব্যবহার করা যাবে। বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। শিগগিরই সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

এআই স্টুডিওতে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন চ্যাটবট পাওয়া যাবে। ফলে নিজেদের প্রয়োজন অনুযায়ী চ্যাটবট নির্বাচন করে বিভিন্ন প্রম্পট লিখতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের নির্দেশমতো হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো, স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন কাজও করে দেবে চ্যাটবট।

আরও পড়ুন

জানা গেছে, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার পাশাপাশি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবট এআই স্টুডিওতে পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দমতো চ্যাটবট ব্যাবহার করতে পারবেন। এআই স্টুডিও সুবিধাটি আলাদা একটি বিভাগ হিসেবে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। এই বিভাগে প্রবেশ করার পর বিভাগ অনুযায়ী বিভিন্ন এআই চ্যাটবট দেখা যাবে।

আরও পড়ুন

এআই স্টুডিওতে থাকা এআই চ্যাটবটের সঙ্গে আদান-প্রদান করা ব্যবহারকারীদের সব তথ্য ‘কনফিডেনশিয়াল’ হিসেবে বিবেচনা করে এনক্রিপশন করা হবে। ফলে হোয়াটসঅ্যাপের অন্যান্য বার্তার মতো চ্যাটবটের সঙ্গে আদান-প্রদান করা তথ্যও নিরাপদে থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে