কোম্পানির নাম থেকে কম্পিউটার শব্দ বাদ দিল অ্যাপল

২০০৭ সালের ১ জানুয়ারি ম্যাকওয়ার্ল্ড এক্সপোতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ জবস অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের নাম থেকে তিনি কম্পিউটার শব্দ বাদ দেওয়ার ঘোষণা দেন।

একটি অ্যাপল স্টোরে অ্যাপলের লোগোরয়টার্স

১ জানুয়ারি ২০০৭
কোম্পানির নাম থেকে কম্পিউটার শব্দটি বাদ দিল অ্যাপল
‘এটিকে (অ্যাপল) কম্পিউটার কোম্পানি বলবেন না।’ ২০০৭ সালের ১ জানুয়ারি ম্যাকওয়ার্ল্ড এক্সপোতে অ্যাপলের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ জবস তাঁর বক্তৃতায় এ কথা বলেন। বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের নাম থেকে তিনি কম্পিউটার শব্দ বাদ দেওয়ার ঘোষণা দেন। ফলে কোম্পানির আনুষ্ঠানিক নাম হয় অ্যাপল ইনকরপোরেটেড।

স্টিভ জবস
রয়টার্স

নাম পরিবর্তনের কারণ হিসেবে স্টিভ জবস বলেন, দ্য ম্যাক, আইপড, অ্যাপল টিভি ও আইফোন—এর মধ্যে শুধু একটি কম্পিউটার (ম্যাক)। তাই আমরা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছি।’ নাম পরিবর্তনে বোঝা যায় ইলেকট্রনিকস ভোগ্যপণ্যের প্রতি নতুনভাবে বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপল।

আইইইই বিশ্বের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১ জানুয়ারি ১৯৭১
আইইইই কম্পিউটার গ্রুপ আইইইই কম্পিউটার সোসাইটিতে পরিণত হলো
তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) উপকমিটি আইইইই কম্পিউটার গ্রুপের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে আইইইই কম্পিউটার সোসাইটি (সিএস) রাখা হয়। বর্তমানে আইইইইর কয়েক ডজন কারিগরি সোসাইটির মধ্যে অন্যতম বৃহত্তম সংগঠন হলো আইইইই সিএস। ১৬০টি দেশে ৪ লাখ ৩০ হাজারের বেশি সদস্য রয়েছে আইইইই সিএসের।

এডভ্যাক
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১ জানুয়ারি ১৯৪৫
এডভ্যাক কম্পিউটার তৈরিতে এককার্ট ও মচলির মধ্যে চুক্তি
এডভ্যাক অর্থাৎ ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল কম্পিউটার তৈরির জন্য চুক্তিবদ্ধ হন এককার্ট ও মচলি। এডভ্যাকহলো সাধারণ কাজের জন্য ডিজিটাল পদ্ধতিতে প্রোগ্রাম সংরক্ষণ করার প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এমনকি ১৯৪৬ সালে এনিয়াক কম্পিউটার তৈরির আগেই এডভ্যাকের নকশা করা শুরু হয়। এডভ্যাক নির্মাণ সম্পন্ন হয় ১৯৫২ সালে। ১৯৬৩ সালে এডভ্যাক বন্ধ করে দেওয়া হয়।