গুরুত্বপূর্ণ কাজের সময় বিভিন্ন গ্রুপের নোটিফিকেশন এলে মনোযোগে সমস্যা হয়। শুধু তা-ই নয়, একসঙ্গে একাধিক গ্রুপের নোটিফিকেশন আসতে থাকলে বিরক্তও হন অনেকে। তাই আকারে বড় গ্রুপের নোটিফিকেশন বার্তা মিউট করার সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ হাজার ২৪ করেছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটিতে গ্রুপের কোনো সদস্য বার্তা লিখলে বা মন্তব্য করলেই অন্যদের কাছে নোটিফিকেশন বার্তা যায়। ফলে অনবরত নোটিফিকেশন বার্তার কারণে অনেকেই বিরক্ত হন। সমস্যা সমাধানে গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬–এর বেশি হলেই স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন বার্তা মিউট (বন্ধ) করে দেবে হোয়াটসঅ্যাপ।
নতুন এ সুবিধা চালুর জন্য পরীক্ষামূলক সংস্করণও উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, বর্তমানে ব্যবহারকারীরা চাইলেই আলাদাভাবে বিভিন্ন গ্রুপের নোটিফিকেশন সুবিধা চালু বা বন্ধ করতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া