ইনস্টাগ্রামে কোন ভিডিও বেশি গুরুত্ব পাবে, জানেন কি
ইনস্টাগ্রামে কোনো বার্তা বা ভিডিও পোস্ট করলেই সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। শুধু তা–ই নয়, বেশি অনুসরণকারী থাকা অ্যাকাউন্টের পোস্ট করা ভিডিও অন্য ব্যবহারকারীদের কাছে অগ্রাধিকার দিয়ে প্রদর্শন করে থাকে ইনস্টাগ্রাম। তবে সব সময় বেশি অনুসরণকারী থাকা অ্যাকাউন্টের পোস্ট করা ভিডিও মানসম্পন্ন হয় না। ফলে অনুসরণকারীদের তালিকায় না থাকা অন্য ব্যক্তিরা বিরক্ত হন। এ সমস্যা সমাধানে নিজেদের কনটেন্ট (আধেয়) অ্যানালাইটিকস টুলে পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। নতুন এ পরিবর্তনের ফলে ইনস্টাগ্রামে যেসব ভিডিও বেশিবার দেখা হয়েছে, সেগুলো অপরিচিতদের কাছে অগ্রাধিকার দিয়ে প্রদর্শন করা হবে।
ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, কোনো পোস্ট কতজন মানুষ দেখেছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। আর তাই ব্যবহারকারীদের পোস্ট বিশ্লেষণের অ্যানালাইটিকস টুলে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামের সব ধরনের পোস্ট বিশ্লেষণের ক্ষেত্রেই দর্শক সংখ্যাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইনস্টাগ্রামে রিলস ভিডিও, লাইভ ভিডিও, ছবি, ক্যারোসেল ও স্টোরিজের জনপ্রিয়তা যাচাইয়ের প্রাথমিক ধাপই হচ্ছে দর্শক সংখ্যা।
কয়েক মাস ধরেই ইনস্টাগ্রামে ভিডিওর দর্শক সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছিলেন অ্যাডাম মোসেরি। শুধু তা–ই নয়, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা বাড়ানোর বদলে দর্শক সংখ্যা বাড়ানোর ওপর নজর দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি। নতুন এ সুবিধা চালুর ফলে কম অনুসরণকারী থাকা অ্যাকাউন্টের মানসম্পন্ন ভিডিও বেশিসংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারী দেখতে পারবেন। ফলে মানসম্পন্ন ভিডিও নির্মাতারা উপকৃত হবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে