সিগেট পার্টনার সামিট অনুষ্ঠিত
তথ্য এখন শুধু তথ্য নয়, ভবিষ্যতের চালিকা শক্তি। বাংলাদেশে তথ্য সংরক্ষণ প্রযুক্তি ও প্রযুক্তিপণ্যের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘সিগেট পার্টনার সামিট–২০২৫’। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেড আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশে সিগেট পণ্যের পরিবেশক ও প্রযুক্তি অংশীদাররা অংশ নেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার অংশীদারত্ব ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতের প্রযুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জর্জ ডি কোস্টা, সিগেট টেকনোলজিসের লিড ট্রেইনার রাজেশ শিবাল ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পণ্য ব্যবস্থাপক জহির আব্বাস।