আইফোন ৫ ও ৫সিতে চলবে না হোয়াটসঅ্যাপ

আইফোনে কথা বলছেন এক নারী।এএফপি

আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেম থেকে সমর্থন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। ২৪ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি। এর ফলে অপারেটিং সিস্টেম দুটিতে চলা ‘আইফোন ৫’ এবং ‘আইফোন ৫ সি’তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা সেবা পেতে হলে কমপক্ষে আইওএস ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। পুরোনো যেসব আইফোন আইওএস ১২ সমর্থন করবে, সেগুলোর অপারেটিং সিস্টেম হালনাগাদ করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে ‘আইফোন ৫’ এবং ‘আইফোন ৫ সি’তে থাকা যন্ত্রাংশ পরবর্তী অপারেটিং সিস্টেম সমর্থন না করায় সেগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেমে চলা ‘আইফোন ৫ এস’থেকে পরবর্তী সংস্করণের আইফোন হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এ জন্য আইফোনের সেটিংসে প্রবেশ করে জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপগ্রেড থেকে পরবর্তী আইওএস সংস্করণ নির্বাচন করতে হবে।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন