আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেম থেকে সমর্থন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। ২৪ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি। এর ফলে অপারেটিং সিস্টেম দুটিতে চলা ‘আইফোন ৫’ এবং ‘আইফোন ৫ সি’তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার সঙ্গে প্রেরকের ছবিও দেখা যাবে

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা সেবা পেতে হলে কমপক্ষে আইওএস ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। পুরোনো যেসব আইফোন আইওএস ১২ সমর্থন করবে, সেগুলোর অপারেটিং সিস্টেম হালনাগাদ করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে ‘আইফোন ৫’ এবং ‘আইফোন ৫ সি’তে থাকা যন্ত্রাংশ পরবর্তী অপারেটিং সিস্টেম সমর্থন না করায় সেগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার আগেই গ্রুপের বার্তা পড়া যাবে

আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেমে চলা ‘আইফোন ৫ এস’থেকে পরবর্তী সংস্করণের আইফোন হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এ জন্য আইফোনের সেটিংসে প্রবেশ করে জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপগ্রেড থেকে পরবর্তী আইওএস সংস্করণ নির্বাচন করতে হবে।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

আড়াই দিন পরও মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপ বার্তা