টেলিভিশনে ইউটিউব দর্শকদের জন্য দুঃসংবাদ

দীর্ঘ বিজ্ঞাপন বাধ্যতামূলকভাবে দেখতে হবে টেলিভিশনে ইউটিউব ব্যবহারকারীদেররয়টার্স

স্মার্টফোন বা কম্পিউটারের পাশাপাশি টেলিভিশনের বড় পর্দায় ইউটিউব দেখেন অনেকেই। বড় পর্দায় স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ থাকায় টেলিভিশনের ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিষয়টি অজানা নয় গুগলের কাছেও। আর তাই টেলিভিশনে ইউটিউব ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইউটিউব ব্রডকাস্ট’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

গুগলের নতুন এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে টেলিভিশনে ইউটিউব ভিডিও দেখার সময় ব্যবহারকারীদের ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের দীর্ঘ বিজ্ঞাপন বাধ্যতামূলকভাবে দেখতে হবে। অর্থাৎ বর্তমানের মতো বিজ্ঞাপন শুরুর ৫ সেকেন্ড পর সেটি বন্ধ করা যাবে না। শুধু তা–ই নয়, টেলিভিশনে ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের একাধিক ভিডিও দেখাবে ইউটিউব।

আরও পড়ুন

৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও দেখতে বাধ্য করার পাশাপাশি ‘পজ অ্যাডস’ পদ্ধতিও চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ পদ্ধতিতে ব্যবহারকারীরা কোনো ভিডিও দেখার সময় পজ বা সাময়িকভাবে বিরতি নিলে টেলিভিশনের পর্দায় পপ আপ বিজ্ঞাপন দেখানো হবে। ফলে ভিডিও চালু না থাকলেও বিজ্ঞাপন দেখতে বাধ্য হবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের নতুন এ পদ্ধতিতে বিজ্ঞাপন দেখানো হবে।

আরও পড়ুন

সম্প্রতি অ্যাড ব্লকার ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য ভিডিও ব্লক করার পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। নতুন এ পদ্ধতিতে অ্যাড ব্লকার ব্যবহারকারীরা ইউটিউবে প্রবেশ করতে পারলেও কোনো ভিডিও দেখার সুযোগ পাবেন না। ফলে বাধ্য হয়ে অ্যাড ব্লকার নিষ্ক্রিয় বা ইউটিউব প্রিমিয়াম সুবিধা ব্যবহার করতে হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

আরও পড়ুন