সফটওয়্যার ও আইটিইএস রপ্তানিতে নিবন্ধন সনদ লাগবে না

রয়টার্স

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রপ্তানির ক্ষেত্রে এখন থেকে কোনো ধরনের ‘রপ্তানি নিবন্ধন সনদপত্র’-এর প্রয়োজন হবে না। মূলত বাংলাদেশ থেকে বিদেশে পণ্য রপ্তানি করতে হলে আমদানি ও রপ্তানির চিফ কন্ট্রোলারের অফিস থেকে রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট (ইআরসি) সংগ্রহ করতে হয়। ১৭ জানুয়ারি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা রপ্তানিতে ইআরসি লাগবে না বলে উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ নভেম্বর ২০২২ তারিখে পত্রের নির্দেশনার আলোকে জানানো যাচ্ছে নন-ফিজিক্যাল ফরমের (সফটওয়্যার ও আইটিইএস) সেবা রপ্তানির ক্ষেত্রে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট (ইআরসি) গ্রহণের প্রয়োজন নেই।’

বিজ্ঞপ্তির অনুলিপি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রপ্তানি অনুবিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরে পাঠানো হয়েছে।

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রপ্তানির ক্ষেত্রে আগে কোনো প্রকার ইআরসি প্রয়োজন ছিল না। পরে একটি ভুল-বোঝাবুঝির কারণে ইআরসির প্রয়োজন হতো। আমরা বেসিস থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসে বিষয়টি তাদের বোঝাই। এরপর বিষয়টির সমাধান হলো। বেসিসের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জানাই। বেসিসের জন্য এটি একটি সুখবর, এখন থেকে রপ্তানিতে আবারও প্রণোদনা পাবে বেসিসের সদস্যপ্রতিষ্ঠানগুলো।’