টিকটকে শুধু লিখিত বার্তাও পোস্ট করা যাবে
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় টিকটক। তাই অনেকেই নিয়মিত ভিডিও টিকটকে প্রকাশ করেন। এবার ভিডিওর পাশাপাশি শুধু বার্তাও পোস্ট করা যাবে চীনভিত্তিক ভিডিওনির্ভর এই সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার আদলে পোস্টগুলোতে গান, সুর ও স্টিকারও যুক্ত করা যাবে। ধারণা করা হচ্ছে, খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই বার্তা পোস্ট করার সুযোগ চালু করেছে টিকটক।
টিকটকের তথ্যমতে, শুধু বার্তা পোস্ট করার জন্য টিকটকে ‘টেক্সট পোস্ট’ নামের আলাদা অপশন যুক্ত করা হয়েছে। অপশনটিতে ক্লিক করে বার্তা পোস্টের পাশাপাশি অন্যদের পোস্টও দেখা যাবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ এক হাজার অক্ষরের মধ্যে বার্তা পোস্ট করা যাবে টিকটকে। পোস্টগুলোকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন রঙের পটভূমিও ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা করা হবে।
সম্প্রতি স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মিউজিক স্ট্রিমিং সুবিধা ‘টিকটক মিউজিক’ চালু করেছে টিকটক। প্রাথমিকভাবে ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় চালু হওয়া এ সুবিধা যেকোনো স্মার্টফোন থেকে টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহার করা যায়।
সূত্র: বিবিসি