টিকটকে সরাসরি অর্থ আয় করা যাবে
জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে ‘সিরিজ’ নামের নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে টিকটক। এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা ভিডিওর বিনিময়ের নেটওয়ার্কটিতে ভিডিও দেখানোর বিনিময়ে দর্শকের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবেন।
এক ব্লগ বার্তায় টিকটক জানিয়েছে, নতুন এ পদ্ধতিতে আয়ের জন্য কনটেন্ট নির্মাতাদের কমপক্ষে ২০ মিনিট দৈর্ঘ্যের এক বা একাধিক ভিডিও তৈরি করে সিরিজ অপশনে জমা রাখতে হবে। সর্বোচ্চ ৮০টি ভিডিও জমা রাখার সুযোগ মিলবে। সিরিজ অপশনে থাকা ভিডিওগুলো টাকার বিনিময়ে যেকোনো টিকটক ব্যবহারকারী দেখতে পারবেন। দর্শকদের কাছ থেকে পাওয়া অর্থ সরাসরি কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে চলে যাবে।
টিকটকের তথ্যমতে, নিজেদের তৈরি ভিডিও দেখার জন্য কনটেন্ট নির্মাতারা ইচ্ছেমতো দাম নির্ধারণ করতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় বেশি আয় করা যাবে। দর্শকেরাও নিজেদের পছন্দের কনটেন্ট নির্মাতাদের তৈরি আকারে বড় বিশেষায়িত ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন।
সম্প্রতি কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে গিফটস নামের টুল চালু করেছে ইনস্টাগ্রাম। টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা চাইলেই বিশেষায়িত কনটেন্টগুলো প্রদর্শনের বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন।
সূত্র: বিজিআর ডটকম