ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে নির্মাতাদের ভিডিও দেখেন কতজন, জানেন কি

ইনস্টাগ্রামছবি: রয়টার্স

ইনস্টাগ্রামে কনটেন্ট নির্মাতারা চাইলেই নিজেদের তৈরি বিশেষায়িত ভিডিও দেখার জন্য অনুসারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। এরই মধ্যে এ সুবিধা জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন দেশে। আর তাই বর্তমানে ইনস্টাগ্রামে পছন্দের কনটেন্ট নির্মাতাদের ভিডিও দেখার জন্য ২০ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

অর্থের বিনিময়ে পছন্দের নির্মাতাদের তৈরি ভিডিও দেখার পদ্ধতি আরও জনপ্রিয় করতে নিজেদের নিবন্ধনপদ্ধতিতে সম্প্রতি বেশ কিছু সুবিধা যুক্ত করেছে ইনস্টাগ্রাম। এর ফলে যেসব নির্মাতা অনুসারীদের নিবন্ধন করার সুযোগ দিচ্ছেন, তাঁরা চাইলে অন্য ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নিজেদের তৈরি ভিডিওর টিজার প্রকাশ করতে পারেন। এসব টিজার দেখে আকৃষ্ট হয়ে অন্য ব্যবহারকারীরা সেই ভিডিও দেখার জন্য নিবন্ধন করেন। ফলে আয়ের পরিমাণ বেশি হয় নির্মাতাদের।

যেসব নির্মাতা অনুসারীদের নিবন্ধন করার সুযোগ দিচ্ছেন তাদের জন্য নতুন বেশ কিছু সুবিধা যুক্ত করতে কাজ করছে ইনস্টাগ্রাম। সুবিধাগুলো চালু হলে নির্মাতারা নিজেদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ভিডিওর দর্শকসংখ্যা বৃদ্ধি ও আয়ের পরিমাণ বাড়ানোর জন্য ইনস্টাগ্রামের কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ পাবেন। শুধু তা–ই নয়, নিবন্ধন করা অনুসারীদের পছন্দ বা অপছন্দের তথ্যসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে