সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ পর্বে বিজয়ী ছয় শিক্ষার্থী

সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ পর্বে বিজয়ী শিক্ষার্থীরাসংগৃহীত

সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিজয়ী ছয় শিক্ষার্থীর নাম ঘোষণা করেছে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। বিজয়ী শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আজমাঈন, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আল মুমতাহিনা ও সাজিদ আহমদ চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ফারসিয়া কাওসার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্পন সাহা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মায়িশা ফারজানা। বিজয়ীরা চীনে হুয়াওয়ের সদর দপ্তরে হালনাগাদ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।

মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি করতে নিয়মিত ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার আয়োজন করে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বাংলাদেশে দশমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় স্নাতক পর্যায়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলোর সম্ভাবনা মূল্যায়ন করে সেরা ছয় বিজয়ী নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার বিষয়ে হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং বলেন, উন্নত ও সংযুক্ত পৃথিবী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে হুয়াওয়ে। বাংলাদেশের তরুণদের দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি দেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখার সুযোগ দিতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কাউন্সিলর সং ইয়াং। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম।