গুগল ম্যাপসে রেস্তোরাঁ বা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের লিংক দেখা যাবে

গুগল ম্যাপসফাইল ছবি

গুগল ম্যাপস থেকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখে নেওয়ার পাশাপাশি পথের আশপাশে থাকা রেস্তোরাঁ বা বিভিন্ন প্রতিষ্ঠানের গুগল বিজনেস প্রোফাইল দেখা যায়। ফলে দূর থেকে সহজেই নির্দিষ্ট প্রতিষ্ঠান বা রেস্তোরাঁর অবস্থানের তথ্য, যোগাযোগের নম্বর, কত সময় চালু থাকে, ছবিসহ ওয়েবসাইটের ঠিকানা জানা সম্ভব। এবার গুগল ম্যাপস থেকে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দেখার সুবিধা চালু করছে গুগল।

গুগল বিজনেস প্রোফাইলের পণ্য বিভাগের বিশেষজ্ঞ ক্রিস্টাল টাইং সম্প্রতি গুগল ম্যাপসের বিজনেস প্রোফাইলে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের লিংক যুক্ত করার একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, গুগল বিজনেস প্রোফাইলে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট যুক্ত করলে সেই প্রতিষ্ঠান বা রেস্তোরাঁর নামের পাশে ‘সোশ্যাল মিডিয়া আপডেটস’ নামে একটি ট্যাব চালু হয়। ট্যাবটিতে ক্লিক করলেই সেই প্রতিষ্ঠান বা রেস্তোরাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া হালনাগাদ পোস্ট দেখা যায়।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালু হলে গুগল বিজনেস প্রোফাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক, পিন্টারেস্ট, ইউটিউব ও এক্স অ্যাকাউন্টের লিংক যোগ করা যাবে। বর্তমানে নির্দিষ্ট বিজনেস প্রোফাইলে এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

আরও পড়ুন