প্রযুক্তির এই দিনে: ২৫ সেপ্টেম্বর
আইবিএমের ‘মাইক্রো চ্যানেল আর্কিটেকচার’ ঘোষণা
একটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান–প্রদানের নতুন নকশা তৈরির ঘোষণা দেয় কম্পিউটার নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন।
২৫ সেপ্টেম্বর ১৯৮৭
আইবিএমের ‘মাইক্রো চ্যানেল আর্কিটেকচার’ ঘোষণা
একটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান–প্রদানের নতুন নকশা তৈরির ঘোষণা দেয় কম্পিউটার নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এর নাম দেওয়া হয় মাইক্রো চ্যানেল আর্কিটেকচার। এই নকশায় প্রতি সেকেন্ডে ১৬ কোটি বাইট গতিতে ডেটা বা তথ্য–উপাত্ত স্থানান্তর করা যেত। সেই সময়ে প্রচলিত কম্পিউটারের চেয়ে এই গতি ছিল আট গুণ বেশি।
যদিও আইবিএমের প্রত্যাশা ছিল, মাইক্রো চ্যানেল আর্কিটেকচার কম্পিউটার–শিল্পের ‘মান’ হয়ে উঠবে। কিন্তু আইবিএম ঘরানার কম্পিউটার (আইবিএম কমপ্যাটিবল) নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই অন্য পদ্ধতি বেছে নেয়।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি