ইন্টারনেটে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উন্মুক্ত করল সার্ন

সুইজারল্যান্ডের জেনেভার ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রোগ্রামিং সংকেত এবং ওয়েবসাইট উন্মুক্ত করে দেয়।

যেখানে ওয়েব উদ্ভাবন করেছিলেন, সেই সার্নে বসে ওয়েবের ৩০ বছর পূর্তিতে বক্তৃতা করছেন টিম বার্নার্স–লিরয়টার্স

৩০ এপ্রিল ১৯৯৩
ইন্টারনেটে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উন্মুক্ত করল সার্ন
সুইজারল্যান্ডের জেনেভার ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রোগ্রামিং সংকেত (সোর্স কোড) এবং ওয়েবসাইট উন্মুক্ত করে দেয়। এর ফলে সবাই ওয়েব ব্যবহার করতে পারে এবং ইন্টারনেটে ওয়েবের ব্যাপক প্রসার ঘটতে থাকে। ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি ১৯৮৯ সালে তাঁর তৎকালীন কর্মস্থল সার্নে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) উদ্ভাবন করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিজ্ঞানীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্য ভাগ করে নেওয়া ছিল ওয়েব উদ্ভাবনের মূল উদ্দেশ্য।
ইন্টারনেটে প্রথম ওয়েবসাইটটি ছিল সার্নের। সেটি রাখা হয়েছিল (হোস্ট করা) বার্নার্স-লির নেক্সট কম্পিউটারে। ১৯৯৩ সালের ৩০ এপ্রিল সার্ন তাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সফটওয়্যার উন্মুক্ত করে ইন্টারেনেটে ছেড়ে দেয়। একইসঙ্গে সার্ন এই সফটওয়্যারের লাইসেন্স মুক্ত করে দেয়, যাতে ওয়েবের সর্বোচ্চ প্রসার ও প্রচার ঘটে। এই উদ্যোগ ওয়েবকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়।

জর্জ রবার্ট স্টিবিৎজ
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৩০ এপ্রিল ১৯০৪
কম্পিউটার পথিকৃৎ জর্জ স্টিবিৎজের জন্ম
কম্পিউটারের অন্যতম পথিকৃৎ জর্জ রবার্ট স্টিবিৎজ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইয়র্কে জন্মগ্রহণ করেন। বেল ল্যাবসে কাজ করার সময় জর্জ স্টিবিৎজ রিলেভিত্তিক কম্পিউটারের নীতি প্রণেতাদের একজন ছিলেন। বাইনারি সংখ্যা যোগ করার জন্য ‘মডেল কে’ নামের মূল নকশা তিনি করেছিলেন তাঁর রান্নাঘরের টেবিলে বসে। ‘কিচেন টেবিল’ থেকে এই নীতির নামকরণ হয় মডেল কে। পরবর্তীতে বেল ল্যাবসের জটিল সংখ্যা গণনার যন্ত্র ‘কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেটর’–এর ভিত স্টিবিৎজ তৈরি করে দিয়েছিলেন। তাঁর তত্ত্ব মেনে টেলিটাইপ যন্ত্রের মাধ্যমে প্রথমবারের মতো দূর থেকে কম্পিউটার ব্যবহার করা সম্ভব হয়। পরে তিনি ডারমাউথ কলেজের শিক্ষক হিসেবে গবেষণা চালিয়ে যান। ১৯৯৫ সালে স্টিবিৎজ মারা যান।

তথ্য–উপাত্বের একক হিসেবে বিট ব্যবহার কারেন ক্লড শ্যানন
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৩০ এপ্রিল ১৯১৬
তথ্যতত্ত্বের পথিকৃৎ ক্লড শ্যাননের জন্ম
তথ্যতত্ত্বের (ইনফরমেশন থিওরি) উদ্ভাবক হিসেবে খ্যাত ক্লড শ্যানন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন। ‘বিট’ শব্দটি শ্যাননই প্রথম ব্যবহার করেন। যন্ত্র দিয়ে তথ্য প্রক্রিয়া করা সম্ভব, এই ধারণার ক্ষেত্র তৈরির জন্য সমসামিয়ক  জন ফন নিউমান, হওয়ার্ড এইকেন ও অ্যালান টুরিংয়ের সঙ্গে শ্যাননের অবদানও স্বীকৃতি পেয়েছে। তথ্য–উপাত্ত ও গণনার মৌলিক একক হিসেবে ‘বিট’ শব্দকে শনাক্ত করেছিলেন শ্যানন। ২০০১ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি মারা যান।