নতুন আইফোন কবে আসবে, জানাল অ্যাপল

অ্যাপলের দাওয়াতপত্রের ছবিঅ্যাপল

প্রতিবছরই সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষায় থাকেন অ্যাপলপ্রেমীরা। কারণ, এ মাসেই ঘোষণা আসে নতুন আইফোনের। সেপ্টেম্বর মাস যতই এগিয়ে আসছিল, ততই প্রযুক্তি বিশ্বে অ্যাপলের অনুষ্ঠান নিয়ে জল্পনাকল্পনা বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে অ্যাপলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল জানিয়েছে, ১২ সেপ্টেম্বর নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিভিন্ন গণমাধ্যমে পাঠানো দাওয়াতপত্রে এ অনুষ্ঠানের একটি বাহারি নামও দিয়েছে অ্যাপল। ‘ওয়ান্ডারলাস্ট’। দাওয়াতপত্রে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

দাওয়াতপত্র পাঠালেও আসতে যাওয়া পণ্য ও প্রযুক্তির বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছে অ্যাপল। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এই অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত আইফোন–১৫ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচ–৯ সিরিজ, টাইপ সি পোর্ট সুবিধার এয়ারপডস প্রোসহ আইওএস–১৭, আইপ্যাডওএস–১৭, ওয়াচওএস–১০, ম্যাকওএস–১৪ সোনোমা এবং টিভি ওএস–১৭ উন্মুক্তের ঘোষণা দিতে পারে অ্যাপল। সম্ভাব্য নতুন পণ্যের তালিকা দেখে নেওয়া যাক।

আইফোন–১৫

আইফোন–১৫-এর ঘোষণাটিই হবে এ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ। ধারণা করা হচ্ছে, এ বছর আইফোন–১৫, আইফোন–১৫ প্লাস, আইফোন–১৫ প্রো এবং আইফোন–১৫ প্রো ম্যাক্স নামের চারটি মডেলের আইফোন আনতে পারে অ্যাপল।
আইফোন–১৫ সিরিজে ইউএসবি টাইপ সি পোর্ট সুবিধার পাশাপাশি ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত করা হতে পারে। থাকবে এ১৭ বায়োনিক চিপসেট, খুবই পাতলা বেজেল।

আরও পড়ুন

অ্যাপল ওয়াচ–৯ সিরিজ

অ্যাপল ওয়াচ সিরিজের নতুন সংস্করণে গত বছর উল্লেখযোগ্য তেমন পরিবর্তন না থাকলেও এবার অ্যাপল ওয়াচ–৯ সিরিজে যুক্ত হতে পারে নতুন এস–৯ প্রসেসর। ফলে যন্ত্রটির গতি আরও বাড়বে। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার আকারের অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল—এ দুটি মডেলে ঘড়িটি আসতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ওয়্যার ওএস–১০।

অ্যাপল ওয়াচ আলট্রা–২

দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আলট্রা–২ ঘড়িতেও এস–৯ প্রসেসর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া থ্রিডি প্রিন্টসহ নতুন রঙে এটি পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

এয়ারপডস প্রো–২

এয়ারপডস প্রো–২ ইয়ারবাডসের জন্য ইউএসবি সি চার্জিং কেসযুক্ত হতে পারে। এ ছাড়া আইওএস–১৭-ভিত্তিক নতুন কিছু সুবিধাও এয়ারপডস প্রো–২-এ যুক্ত হতে পারে।

নতুন অপারেটিং সিস্টেম

আইওএস ১৭, আইপ্যাডওএস ১৭, ওয়াচওএস ১০, ম্যাকওএস ১৪ সোনোমা এবং টিভি ওএস ১৭-এর ঘোষণা আসতে পারে।

সূত্র: গ্যাজেটস৩৬০