হঠাৎ দেখলেন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে টুইট করতে পারছেন না। মানে বার্তা প্রকাশ করতে পারছেন না। স্মার্টফোন থেকে চেষ্টা করে ব্যর্থ হয়ে ডেস্কটপ কম্পিউটারের ওয়েবে গিয়েও চেষ্টা করেছেন। কিন্তু আপনাকে পুনরায় চেষ্টা (ট্রাই অ্যাগেইন) করতে বলছে বা টুইটটি ড্রাফটে সংরক্ষণ করতে বলা হচ্ছে কিংবা দেখা গেল আপনাকে বলা হয়েছে আপনি দৈনিক টুইট সীমা অতিক্রম করেছেন। যদিও দৈনিক ২ হাজার ৪০০ টুইট সীমা অতিক্রম করা প্রায় অসম্ভব।

কেন টুইট করা যাচ্ছে না তা কেউ হয়তো বলতে পারছেন না আবার টুইটারের যেহেতু গণযোগাযোগ বা জনসংযোগ শাখাও আর নেই, তাই তাদের সঙ্গেও যোগাযোগ করে এই বিষয়ে কথা বলা যাচ্ছে না। এমনকি টুইটারের মালিকও রহস্যজনকভাবে এই ইস্যুতে কোনো টুইট করেননি।

আপনি যখন টুইট করতে পারছেন না, তখন কিন্তু টুইটার প্রধান ইলন মাস্ক ঠিকই টুইট করেছেন। কিন্তু কীভাবে? হ্যাঁ, সাময়িকভাবে সাইট বন্ধ বা ডাউন থাকার পরও টুইট করতে পারার একটা পথের খোঁজ পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী পিসিম্যাগের সাংবাদিক চন্দ্র স্টিল সেই পথের সন্ধান দিয়েছেন।

সাইট ডাউন অবস্থায় টুইট করতে হলে আপনার টুইটকে শিডিউল পোস্ট আকারে রেখে দিতে হবে। এ জন্য আপনাকে টুইটার ডটকম ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার টুইটটি লিখতে হবে। এবার ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনি এক বা মিনিট আগের টুইট হিসেবে শিডিউল পোস্ট করতে পারবেন।

সূত্র: ম্যাশেবল