দেশে এল জাবরার ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ও ইয়ারবাডস

জাবরার ভিডিও কনফারেন্সিং সেবা ও ইয়ারবাডস উন্মোচন অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত

স্বচ্ছন্দে ভিডিও কলের সুযোগ দিতে বাংলাদেশে জাবরার প্যানাকাস্ট সিরিজের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ও ইভলভ সিরিজের ইয়ার বাড এনেছে টেক রিপাবলিক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এ প্রযুক্তি সেবা ব্যবহার করে কম খরচে স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে গুরুত্বপূর্ণ বৈঠক করা যাবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে জাবরার নতুন প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জাবরা দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পিটার জায়াসেলান জানান, কিছুদিন আগেও ভিন্ন ভিন্ন অবস্থান এবং দেশ থেকে অনলাইনে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। যেকোনো কর্মক্ষেত্রকে অনলাইন বৈঠকের উপযোগী করতে জাবরার স্মার্ট সলিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্যানাকস্টের মূল বৈশিষ্ট্য হলো, এটি দেয়ালের সঙ্গে জুড়ে দিলে তা কয়েক ইঞ্চি জায়গা নিয়েই ১৮০ ডিগ্রি কোণে ঘুরে ছবি ধারণ করতে পারে। এমনকি অনলাইন বৈঠকের সময় বোর্ডের লেখা ধারণের পাশাপাশি বক্তাদের চেহারা স্বয়ংক্রিয়ভাবে উপস্থাপন করতে পারে এই প্রযুক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ, নির্বাহী পরিচালক মেহেদি হাসান এবং জাবরার এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের সহযোগী পরিচালক ইয়োগেস ক্যালে।