আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাডোবির নতুন ক্যামেরা অ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য উন্নতমানের ক্যামেরা অ্যাপ ‘প্রজেক্ট ইন্ডিগো’ উন্মোচন করেছে অ্যাডোবি। অ্যাপটি দিয়ে কম আলোয়ও উজ্জ্বল ও নিখুঁত ছবি তোলা যাবে বলে জানিয়েছেন এই অ্যাপের অন্যতম নির্মাতা মার্ক লেভয়। লেভয় গুগলের পিক্সেল ফোনে আলোচিত কম্পিউটেশনাল ফটোগ্রাফির মূল নির্মাতা হিসেবে পরিচিত।
অ্যাডোবির তথ্যমতে, আইফোন ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স, ১৩ প্রো, ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ সিরিজ ও তার পরবর্তী মডেলগুলোয় ব্যবহার করা যাবে অ্যাপটি। তবে সবচেয়ে ভালো ফলাফলের জন্য আইফোন ১৫ প্রো বা তার পরবর্তী মডেল ব্যবহার করতে হবে। অ্যাপটি ব্যবহারের জন্য কোনো অ্যাডোবি অ্যাকাউন্টে নিবন্ধন করতে হবে না। অ্যাডোবি ল্যাবস থেকে প্রকাশিত অ্যাপটি বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে।
অ্যাপটির বিশেষত্ব হলো, এটি একবারে একাধিক ছবি তোলে এবং সেগুলো একত্র করে একটি চূড়ান্ত ছবি তৈরি করে। রয়েছে ফোকাস, শাটার স্পিড, আইএসও এবং হোয়াইট ব্যালেন্স নিয়ন্ত্রণের সুবিধাসহ একাধিক সুবিধা। এর ফলে আলোর তারতম্য, রং ও ছায়ার স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। আর তাই অ্যাপটিতে তোলা ছবি দেখতে অনেকটা ডিজিটাল এসএলআর ক্যামেরায় তোলা ছবির মতো দেখায়।
অ্যাপটিতে ভবিষ্যতে রিফলেকশন সরানোর বাটন, পোর্ট্রেট মোড, ভিডিও রেকর্ডিং সুবিধা যুক্ত করা হবে। অ্যাডোবির তথ্যমতে, যাঁরা স্মার্টফোনে এসএলআরের মতো প্রাকৃতিক ও নিখুঁত ছবি তোলার পাশাপাশি সর্বোচ্চ মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা চান, তাঁদের জন্য অ্যাপটি খুবই সহায়ক হবে।
সূত্র: দ্য ভার্জ