টাইম সাময়িকীর প্রচ্ছদে আইবিএমের প্রেসিডেন্ট

কম্পিউটার নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের তৎকালীন প্রেসিডেন্ট টমাস জন ওয়াটসন জুনিয়রকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বখ্যাত সাময়িকী টাইম।

টাইমের প্রচ্ছদে টমাস জন ওয়াটসন জুনিয়র
টাইম

২৮ মার্চ ১৯৫৫
টাইম সাময়িকীর প্রচ্ছদে আইবিএমের প্রেসিডেন্ট
কম্পিউটার নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের তৎকালীন প্রেসিডেন্ট টমাস জন ওয়াটসন জুনিয়রকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বখ্যাত সাময়িকী টাইমটাইমের ২৮ মার্চ ১৯৫৫ সংখ্যায় স্থান পান টমাস ওয়াটসন। প্রচ্ছদের নকশা করেছিলেন বরিস আর্টজিব্যাশেফ।
টমাস ওয়াটসন জুনিয়র (১৪ জানুয়ারি ১৯১৪–৩১ ডিসেম্বর ১৯৯৩) একাধারে একজন ব্যবসায়ী, কূটনীতিক, বিমানবাহিনীর বৈমানিক ও জনহিতৈষী ছিলেন। আইবিএমের প্রতিষ্ঠাতা টমাস জে ওয়াটসন সিনিয়রের ছেলে টমাস ওয়াটসন জুনিয়র ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আইবিএমের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বয় স্কাউটস অব আমেরিকার একাদশ প্রেসিডেন্ট (১৯৬৪–৬৮) ছিলেন। টমাস জন ওয়াটসন জুনিয়র ১৯৭৯–৮১ পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ফরচুন সাময়িকী তাঁকে ‘ইতিহাসের মহান পুঁজিবাদী’ হিসেবে উল্লেখ করেছে। টাইম সাময়িকী টমাস জন ওয়াটসনকে বিংশ শতাব্দীর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে।

এইডস নিয়ে গবেষণার দাবিতে মিছিল
ছবি: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

২৮ মার্চ ১৯৮৬
এইডসের গবেষণায় কম্পিউটারের ব্যবহার শুরু
এইডস রোগের চিকিৎসার উন্নয়নে কম্পিউটারের ব্যবহার শুরু হয়। নিউ জার্সির রচ ল্যাবরেটরির একদল গবেষক সায়েন্স সাময়িকীতে এইচআইভির প্রোটিন কণা নিয়ে তাত্ত্বিক আলোচনা করেন। এরপর এইচআইভি ভাইরাস শনাক্ত করার আরও অনেক পদ্ধতির পাশাপাশি ওষুধবিজ্ঞানের গবেষণার জন্য তথ্য পেতে গবেষকেরা কম্পিউটারের ব্যবহার শুরু করেন।