কমিউনিটি নোটের কারণে মুছে ফেলা পোস্টের তথ্য জানাবে এক্স

এক্সে নতুন সুবিধা চালু হয়েছেরয়টার্স

ভুয়া তথ্যের সন্ধান পেতে কমিউনিটি নোটস সুবিধা রয়েছে খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার)। এ সুবিধার মাধ্যমে ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে এক্সের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারেন ব্যবহারকারীরা। অভিযোগ পর্যালোচনা করে নির্দিষ্ট পোস্ট মুছে ফেলে এক্স। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যায়। এত দিন এ বিষয়ে কোনো তথ্য না জানালেও এবার কমিউনিটি নোটের কারণে মুছে ফেলা পোস্ট সম্পর্কে জানাবে এক্স।

কমিউনিটি নোটসে নতুন এ সুবিধা চালুর বিষয়ে এক্স জানিয়েছে, অন্যদের সঠিক তথ্য জানানোই নোট লেখা ব্যক্তিদের মূল উদ্দেশ্য। তাঁরা ধারাবাহিকভাবে তা করছেনও। কোনো পোস্টের নোট যদি সহায়ক হয় তবে তাঁদের লক্ষ্য পূরণ হয়। এখন থেকে নোট লেখার পর কোনো পোস্ট মুছে ফেলা হলে, সেটি নোট লেখা ব্যক্তিকে জানাবে এক্স।

গত সপ্তাহে কমিউনিটি নোটসে রেটিং সুবিধা চালু করেছে এক্স। নতুন এ সুবিধায় রেটিং পাওয়া ব্যবহারকারীদের সামনে অন্যদের নোটস দেখাবে প্ল্যাটফর্মটি। ফলে তাঁরা অন্য নোটেও রেটিং দিতে পারবেন। এর পাশাপাশি ভুয়া ছবি ও ভিডিওতেও কমিউনিটি নোট লেখার সুযোগ চালু করেছে এক্স।
সূত্র: দ্য ভার্জ