আইফোনের জন্য ফটোশপ অ্যাপ আনল অ্যাডোবি, যে সুবিধা পাওয়া যাবে

আইফোনের জন্য নতুন ফটোশপ এনেছে অ্যাডোবিছবি: অ্যাডোবি

অ্যাডোবি আনুষ্ঠানিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য ফটোশপ অ্যাপ উন্মুক্ত করেছে। এত দিন শুধু ডেস্কটপ ও আইপ্যাডে ব্যবহারের সুযোগ থাকলেও এবার আইফোনেও মিলবে অ্যাডোবির উন্নত মানের ডিজাইন ও সম্পাদনা সরঞ্জামের সুবিধা। নতুন অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে, যা মোবাইলে ছবি সম্পাদনার অভিজ্ঞতাকে আরও সহজ করবে।

ফটোশপের নতুন আইওএস সংস্করণে যুক্ত হয়েছে অ্যাডোবির নিজস্ব ফায়ারফ্লাই এআই প্রযুক্তির ‘জেনারেটিভ ফিল’ ও ‘জেনারেটিভ এক্সপ্যান্ড’ সুবিধা। এগুলোর সাহায্যে ব্যবহারকারীরা ছবির নির্দিষ্ট অংশ বদলাতে, নতুন উপাদান যোগ করতে বা ছবির সীমানা সম্প্রসারিত করতে পারবেন। টেক্সট প্রম্পটের মাধ্যমে সম্পাদনার এ সুবিধা আগে শুধু ডেস্কটপ সংস্করণে সীমিত ছিল। এ ছাড়া নতুন অ্যাপে থাকছে লেয়ার, মাস্কিংসহ উন্নত মানের বিভিন্ন সম্পাদনা টুল। ফলে ফোন অ্যাপেও ডেস্কটপ সংস্করণের অভিজ্ঞতা পাওয়া যাবে। তবে কিছু উন্নত সুবিধা ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। আইওএস সংস্করণটির সহজ ও ব্যবহারবান্ধব ইন্টারফেসের ফলে চলার পথেও দ্রুত সম্পাদনার সুযোগ মিলবে। ডেস্কটপ সংস্করণের মতোই এতে নিখুঁতভাবে ছবির যেকোনো অংশ নির্বাচন, নির্দিষ্ট অংশ সম্পাদনা ও উন্নত রং সংশোধনের সুবিধা থাকবে।

অ্যাপটি বিনা মূল্যে ৫ গিগাবাইট ক্লাউড স্টোরেজ সুবিধা দেবে। এখানে ব্যবহারকারীরা তাঁদের সম্পাদিত ছবি সংরক্ষণ করতে পারবেন। এ ছাড়া ‘স্পট হিলিং ব্রাশ’ টুল দিয়ে ছবির অবাঞ্ছিত উপাদান মুছে ফেলা এবং ‘ট্যাপ সিলেক্ট’ টুলের মাধ্যমে নির্দিষ্ট অংশ পরিবর্তন বা রং পরিবর্তন করা সম্ভব। পাশাপাশি অ্যাডোবি স্টকের বিনা মূল্যের লাইব্রেরি থেকেও বিভিন্ন উপাদান যোগ করে ছবি আরও আকর্ষণীয় করা যাবে।

নতুন ফটোশপ অ্যাপটি অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার, যেমন অ্যাডোবি এক্সপ্রেস, অ্যাডোবি ফ্রেসকো ও অ্যাডোবি লাইটরুমের সঙ্গে সরাসরি সংযুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই এক সফটওয়্যার থেকে আরেকটিতে ছবি স্থানান্তর করতে পারবেন। অ্যাডোবি জানিয়েছে, শিগগিরই ফটোশপ অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণও উন্মুক্ত করা হবে। তবে আইওএস ব্যবহারকারীরা এখনই অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন। যদিও বেশ কিছু ফিচার ব্যবহারের জন্য অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন নিতে হবে।

সূত্র: নিউজ১৮