চোখের কাছে আনলে সতর্ক করবে আইফোন ও আইপ্যাড

আইফোন ও আইপ্যাডে ব্যবহার করা যাবে ‘স্ক্রিন ডিসটেন্স’ সুবিধাঅ্যাপল

অনেকেই অবসর সময়ে শুয়ে আইফোন বা আইপ্যাড ব্যবহার করেন। এ সময় চোখের খুব কাছে আইফোন ও আইপ্যাড রেখে ব্যবহার করেন কেউ কেউ। এতে চোখের ক্ষতি হয়। আর তাই চোখের খুব কাছে আনলেই ব্যবহারকারীদের সতর্ক করবে আইফোন ও আইপ্যাড। নতুন এ সুবিধা দিতে আইওএস এবং আইপ্যাড ওএসে ‘স্ক্রিন ডিসটেন্স’ নামের নতুন সুবিধাযুক্ত করছে অ্যাপল।

‘স্ক্রিন ডিসটেন্স’ নামের এ সুবিধা আইওএস ১৭ এবং আইপ্যাড ওএস ১৭ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হবে। এরই মধ্যে অপারেটিং সিস্টেম দুটির বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের তথ্য মতে, নতুন এ সুবিধা আইফোন ও আইপ্যাডের ক্যামেরা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের চোখের অবস্থান শনাক্ত করতে পারে।

শুধু মুখমন্ডল শণাক্ত করার ফেস আইডি সুবিধার আইফোন এবং আইপ্যাডে ব্যবহার করা যাবে স্ক্রিন ডিসটেন্স সুবিধা। এ সুবিধা চালু থাকা অবস্থায় চোখ থেকে ১২ ইঞ্চির কম দূরত্বে রাখলেই আইফোন ও আইপ্যাডের পর্দায় স্বয়ংক্রিয়ভাবে সতর্কবাতা দেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সতর্ক হতে পারবেন। আইফোন এবং আইপ্যাডের সেটিংস অপশনে প্রবেশ করে সহজেই এ সুবিধা চালু বা বন্ধ করা যাবে।
সূত্র: ম্যাশেবল