৯ সেপ্টেম্বর ১৯৪১
সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচির জন্ম
কম্পিউটার প্রোগ্রাম লেখার জনপ্রিয় সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস ম্যাকঅ্যালিস্টার রিচি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রনক্সভিলে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিক্সেরও অন্যতম নির্মাতা।
ডেনিস রিচি কেন থম্পসনের সঙ্গে মিলে ১৯৬৯ সালে বি প্রোগ্রামিং ভাষা লেখেন। এর ৩ বছর পর ১৯৭২ সালে তিনি ব্রায়ান কারনিংহ্যানের সঙ্গে সি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন। পরবর্তী সময়ে রিচি ইউনিক্স ও মালটিকস অপারেটিং সিস্টেমের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
ডেনিস রিচি ও ব্রায়ান কারনিংহ্যানের লেখা উল্লেখযোগ্য প্রকাশনা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ১৯৭৮ সালে প্রকাশিত হয়। কম্পিউটার বিজ্ঞানে অবদান রাখার জন্য ডেনিস রিচিকে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সেসবের মধ্য উল্লেখযোগ্য হলো জাপান প্রাইজ ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস (২০১১), ন্যাশনাল মেডেল অব টেকনোলজি (১৯৯৮), আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল (১৯৯০), টুরিং পুরস্কার (১৯৮৩) ইত্যাদি। ২০১১ সালের ১২ অক্টোবর ডেনিস রিচি মারা যান।
৯ সেপ্টেম্বর ১৯৪৭
কম্পিউটারের প্রথম বাগ পাওয়ার ঘটনা লিপিবদ্ধ
১৯৪৭ সালের ৯ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ড মার্ক–২ কম্পিউটারের লগ বইতে প্রথম ‘বাগ’–এর কথা উল্লেখ করেন কম্পিউটার বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ গ্রেস মারি হপার। সমস্যাটা ছিল কম্পিউটারের রিলে যোগাযোগের যন্ত্রাংশ একটি পোকা (মথ) আটকে ছিল। মার্ক–২ কম্পিউটারের লগ বইতে গ্রেস হপার এ বিষয়ে লেখেন, বাগ শনাক্ত হওয়ার প্রথম ঘটনা। আসলে এ রকম বাগ বা পোকা আগেও অনেকেই পেয়েছিলেন, কিন্তু গ্রেস হপার প্রথমবারের মতো লগ বইতে এটি লিপিবদ্ধ করেন।
সূত্র: কম্পিউটার হোপ, কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি